Barak UpdatesHappeningsBreaking News
মণিপুরে সরবরাহের সময় কাছাড়ের রানিঘাটে উদ্ধার প্রচুর বিস্ফোরক
ওয়ে টু বরাক, ৭ আগস্ট ঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে কাছাড়ের রানিঘাটে উদ্ধার হলো বৃহৎ পরিমাণ বিস্ফোরক সামগ্রী। মণিপুরে সরবরাহের সময় আসাম রাইফেলসের অভিযানে উদ্ধার হয়েছে এই সামগ্রীগুলো। এই সামগ্রীর মধ্যে রয়েছে ২০০টি জিলেটিন স্টিক ও ২০০টি ডিটোনেটর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আসাম রাইফেলসের একটি দল রবিবার সন্ধ্যার পর রানিঘাটের আলতাফ সেতুর সামনে থেকে এগুলো উদ্ধার করে। পরে এই বিস্ফোরক সামগ্রীগুলো আসাম রাইফেলসের জওয়ানরা পুলিশের কাছে সমঝে দিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, দুই যুবক একটি বস্তায় ভরে এই সামগ্রীগুলো নিয়ে যাবার চেষ্টায় ছিল। আলতাফ সেতু দিয়ে সেগুলো নিয়ে আসার সময় নিরাপত্তা জওয়ানরা অভিযান চালায়। কিন্তু নিরাপত্তা রক্ষীদের দেখে ওই দুই যুবক মাঝপথে বস্তাভর্তি বিস্ফোরক সামগ্রী ফেলে রেখে পালিয়ে যায়। পরে জওয়ানরা সেখানে গিয়ে বস্তায় ভরা বিস্ফোরক উদ্ধার করে। আসাম রাইফেলসের অভিযানকারী দলটি জানায়, এই বিস্ফোরক মণিপুরে নিয়ে যাবার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু এই অভিযানের ফলে তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়।
উল্লেখ্য, জিলেটিন ও ডিটোনেটরের মতো বিস্ফোরক সামগ্রী বোমা প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হলো, এই বিস্ফোরক সামগ্রী কে জোগান দিচ্ছে ? এভাবে আগেও কি নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে কাছাড় থেকে বিস্ফোরক সামগ্রী মণিপুরে পাচার হয়েছে ? তাহলে মণিপুরের এই সংঘর্ষের পেছনে কি বিদেশি শক্তির হাত রয়েছে ? তবে তদন্তের পরই এই এইসব প্রশ্নের সঠিক উত্তর বেরিয়ে আসবে।
প্রসঙ্গত, মণিপুরের পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ রয়েছে। প্রতিদিন রাজ্যে দুই গোষ্ঠীর মধ্যে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে।