India & World UpdatesHappeningsBreaking News

শচিনকে বিশ্বকাপের গোল্ডেন টিকিট দিল বিসিসিআই

মুম্বই, ৮ সেপ্টেম্বর ঃ আসন্ন বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ক্রিকেট ঈশ্বর শচিন তেন্ডুলকরকে গোল্ডেন টিকিট উপহার দিয়েছে বিসিসিআই। আইসিসি ওয়ার্ল্ড কাপ দেখার বিশেষ ‘গোল্ডেন টিকিট’ তুলে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। বিসিসিআইয়ের এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, “ক্রিকেট এবং দেশের জন্য একটা স্মরণীয় মুহূর্ত। ‘গোল্ডেন টিকিট ফর ইন্ডিয়া আইকনস’ কর্মসূচির অংশ হিসেবে বিসিসিআইয়ের সম্মানীয় সচিব জয় শাহ ভারতরত্ন শচিন তেন্ডুলকরকে গোল্ডেন টিকিট উপহার দিলেন ৷” এর আগে ৫ সেপ্টেম্বর বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনকে এই গোল্ডেন টিকিট উপহার দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র ৷

আইসিসি আয়োজিত এই ক্রিকেট বিশ্বকাপ হবে ভারতের ১০টি জায়গায় ৷ আহমেদাবাদ, চেন্নাই,
বেঙ্গালুরু, দিল্লি, কলকাতা, লখনউ, মুম্বই ও পুনেতে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে ৷ ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৬ দিন ধরে চলবে ক্রিকেট উন্মাদনা ৷ গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ ৷ সেখানেই ফাইনাল। সব মিলিয়ে ৪৮টি ম্যাচ খেলা হবে বিশ্বকাপে ৷

২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয়েছিল ভারত ৷ সেবার দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন শচিন তেন্ডুলকর ৷ দু’বার গোল্ডেন ব্যাট পুরস্কার পেয়েছেন ৷ ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপে তিনি ৫২৩ রান করেছিলেন ৷ তিনিই প্রথম ভারতীয় হিসেবে গোল্ডেন ব্যাট পান ৷ এরপর ২০০৩ সালেও তিনি গোল্ডেন ব্যাট পেয়েছেন ৷ সে বার ১১টি ম্যাচে ভারতের জন্য ৬৭৩ রান করেছিলেন তিনি ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker