Barak UpdatesHappeningsBreaking News

২৫ হাজার ফোনকলে কোভিড-পরামর্শ দিলেন কাছাড়ের চিকিৎসকরা
Doctors in Cachar offered advice to 25,000 Covid patients over phone call

ওয়েটুবরাক, ৩১ মে: বর্তমান করোনা পরিস্থিতিতে কাছাড় জেলায় হোম আইসোলেশনে থাকা কোভিড পজিটিভ রোগীদের ফোনকলের সংখ্যা ২৫ হাজার অতিক্রম করল। চিকিৎসকরা প্রতিদিন ৯টি কেন্দ্র থেকে কোভিড পজিটিভ রোগীদের সাথে ফোনে যোগাযোগ সহ রোগীদের ফোনকলের জবাব ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছেন। জেলা স্বাস্থ্য বিভাগ এত বিশাল সংখ্যক কলের মাধ্যমে কোভিড রোগীদের সহায়তা করায় জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি গভীর সন্তোষ ব্যক্ত করেছেন৷

তিনি সংশ্লিষ্ট কেন্দ্রের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। জেলার নয়টি কেন্দ্র থেকে চিকিৎসকরা নিয়মিত কোভিড রোগীদের প্রয়োজনীয় ওষুধপত্র, পরামর্শ দিয়ে যাচ্ছেন। তাছাড়া সুস্থ হয়ে ওঠা কোভিড রোগীদের অক্সিমিটারের মাধ্যমে স্বাস্থ্যপরীক্ষা করে যাচ্ছেন স্বাস্থ্য কর্মীরা। স্বাস্থ্যকর্মীরা দিনরাত যখনই কোভিড রোগীদের কাছ থেকে ফোন পাচ্ছেন, দ্রুত ছুটে গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছেন।

কাছাড় জেলা ছাড়াও দক্ষিণ ভারত, নেপাল থেকেও কোভিড রোগীরা ফোন করে চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিচ্ছেন। যা ইতিমধ্যে পঁচিশ হাজার অতিক্রম করেছে । এ এক রেকর্ড ।  উল্লেখ্য, জেলা প্রশাসনের উদ্যোগে জেলার কোভিড রোগীদের চিকিৎসার জন্য জেলার যে  নয়টি চিকিৎসালয়ে টেলিমেডিসিনের ব্যবস্থা করা হয়েছে, সেগুলি হল: শিলচর শহরের জন্য ৭০৯৯২৪৮৯৩৭, বড়খলায় ৭০০২৯২৪৬০৩, ধলাইয়ে ৬০২৬২৩৪১৬০, সোনাইয়ে ৯৪০১৫৯০৬০৮, জালালপুরে ৯৮৫৯১৬৩৯২২, বিক্রমপুরে ৯৪৩৫৪৩০১৮৮, উধারবন্দে ৭০০২৫৭৭৪০২, লক্ষ্মীপুরে ৯৯৫৭৫৭১৩৭৩ এবং হরিনগরে ৮৬৩৮০৯৬৮৭০ নম্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker