Barak UpdatesHappeningsBreaking News

কলকাতায় করোনায় আক্রান্ত শিলচরের চিকিৎসক
Doctor from Silchar infected with COVID in Kolkata

১৫ জুলাই: কলকাতায় গিয়ে করোনা ভাইরাসে সংক্রমিত হলেন শিলচরের প্রবীণ চিকিৎসক অমরেশ দাস৷ জেল হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক অমরেশবাবুর বাড়ি টিকরবস্তিতে৷ তাঁর দুই মেয়েই কলকাতায় থাকেন৷ গত ডিসেম্বরে তিনি সস্ত্রীক কলকাতায় যান৷ মার্চ-এপ্রিলে ফিরে আসার পরিকল্পনা ছিল৷ লকডাউনের দরুন আর হয়নি৷ দিনদশেক আগে বড় মেয়ের বাড়ি থেকে যান ছোট মেয়ের বাড়িতে৷ মেয়ের শ্বশুর-ননদ দুজনই চিকিৎসক৷ তাঁরা কিছুদিন আগে পর্যন্ত রোগী দেখছিলেন৷

Rananuj

গত সপ্তাহে অমরেশবাবুর বেয়াই জ্বর-সর্দিতে আক্রান্ত হলে কোভিড টেস্ট করান৷ ধরা পড়ে, ভাইরাস আক্রমণ করেছে তাকে৷ বাড়ির সকলের লালারসের নমুনা সংগ্রহ করা হয়৷ সঙ্গে অমরেশবাবু এবং তার স্ত্রীরও৷ রবিবার রিপোর্ট আসে, অমরেশবাবুও আক্রান্ত৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মঙ্গলবার  তার স্বাস্থ্যের অবনতি ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে৷

অবসর গ্রহণের পর তিনি অখণ্ডমণ্ডলীর কাজকর্মে বিশেষভাবে জড়িয়ে পড়েন৷ তাঁর শারীরিক অবস্থায় অখণ্ডমণ্ডলীর শিষ্যরাও উদ্বিগ্ন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker