Barak UpdatesHappeningsBreaking News
কোভিড টেস্টিংয়ে সমস্যা ! সাংসদের চেষ্টায় বিশ্ববিদ্যালয়ের মেশিন মেডিক্যালেAssam Univ gives 2 COVID testing machine to SMCH at the initiative of MP Silchar
১ জুন : সাংসদ ডাঃ রাজদীপ রায়ের চেষ্টায় শিলচর মেডিক্যালের কোভিড টেস্টিং মেশিনজনিত সমস্যা কাটল। সোমবার আসাম বিশ্ববিদ্যালয় থেকে আরটি-পিসিআর মেশিন নিয়ে এসে বসানো হল মেডিক্যালে। মেশিন চালু করার সময় এ দিন সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন শিলচর মেডিক্যালের সুপারিন্টেনডেন্ট ডাঃ অভিজিৎ স্বামী ও ডাঃ নিবেদিতা দত্ত চৌধুরী। এই মেশিন দুটি মেডিক্যালের বায়োটেকনোলজি ও মাইক্রো বায়োলজি বিভাগ থেকে আনা হয়েছে।
সাংসদ এ দিন জানান, গত কয়েকদিন থেকে শিলচর মেডিক্যালের কোভিড টেস্টিংয়ের তিনটি মেশিনের মধ্যে বড় মেশিনটিতে ত্রুটি দেখা দেয়। গত মার্চ মাস থেকে টানা টেস্টিং চলার জন্যই এই সমস্যা। তিনি বলেন, উপত্যকায় যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে কোনও কারণে একটি মেশিন কাজ না করলে বড় ধরনের সমস্যা তৈরি হবে। এর প্রেক্ষিতেই তিনি আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপ চন্দ্র নাথ ও রেজিস্ট্রার প্রদুষ কিরণ নাথের সঙ্গে যোগাযোগ করেন। তাদের সঙ্গে ও দুই বিভাগীয় প্রধানের সঙ্গে বৈঠক করার পরই এ দিন মেশিনটি মেডিক্যালে নিয়ে আসা হয়। সাংসদ বলেন, পুরো ব্যাপারটি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে জানানো হয়েছে। তাঁর অনুমতি পাওয়ার পরই মেশিন মেডিক্যালে নিয়ে আসা হয়।
সাংসদ আরও বলেন, শিলচর মেডিক্যালের তিনটি মেশিনে প্রতিদিন প্রায় এক হাজার টেস্ট করা হয়। সবচেয়ে বড় মেশিনটিতে সমস্যা দেখা দেওয়ায় টেস্টিংয়ের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা ছিল। এতে স্বাভাবিকভাবেই পুরো উপত্যকায় প্রভাব পড়ত। আর তা কাটানোর জন্যই তিনি নিজে উদ্যোগ নিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছেন। নতুন মেশিনের মাধ্যমে অতিরিক্ত ৫০০ টেস্ট করা সম্ভব হবে বলে তিনি এ দিন জানিয়েছেন।