Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে চিকিৎসক নিগ্রহ, ধৃত ২Doctor assaulted in Hailakandi, 2 arrested
ওয়েটুবরাক, ৪ জুনঃ হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে ডাক্তার নিগ্রহের ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হল হিমাংশু মালাকার ও রুম্পি মালাকার।
ঘটনা ২৭ মে-র। সেদিন রাত আটটা নাগাদ একজন রোগীকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। ডা. গৌরব ভট্টাচার্য ডিউটিতে ছিলেন। তিনি রোগীকে দেখে প্রেসক্রিপশন লিখে ভেতরে নিয়ে যেতে বলেন। ভর্তি প্রক্রিয়া চলাকালেই ৫-৭ মিনিট পরে রোগীর আত্মীয়রা তাঁকে ডেকে নিয়ে যান। গৌরববাবু বলেন, ”রোগীকে ভাল করে পরীক্ষা করে জানিয়ে দিই, তিনি আর বেঁচে নেই। এই ঘোষণামাত্র মৃতের মেয়ে আমাকে মারতে শুরু করে। বুকে সজোরে ঘুসি চালায়। অন্যরাও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে, শারীরিক নিগ্রহও করে।”
Culprits apprehended – assault on doctor on duty at SK Roy Civil Hospital, Hailakandi.
Assam police is rendering all protection to healthcare officials who are working so hard in this pandemic@assampolice@CMOfficeAssam @DGPAssamPolice pic.twitter.com/1ieV6SgtN1
— Hailakandi Police (@HailakandiPolic) June 4, 2021
পরদিন ডা. ভট্টাচার্য হাইলাকান্দি থানায় এজাহার দেন। ওই প্রেক্ষিতেই আজ শুক্রবার হিমাংশু মালাকার ও রুম্পি মালাকারকে পুলিশ গ্রেফতার করে। থানায় এনে তাদের করোনা টেস্ট করালে রুম্পি পজিটিভ বলে শনাক্ত হয়। তাকে থানাতেই আইসলেশনেই রাখা হয়েছে।