HappeningsBreaking News

এনআরসিঃ ১৫ নথিকেই মান্যতা, ফের আবেদন ১৫ ডিসেম্বর পর্যন্ত
NRC: Not 10 but 15 documents valid, says Supreme Court

১ নভেম্বরঃ এনআরসি-র পুনঃআবেদনে ১৫ নথিকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা শরণার্থী শংসা পত্র, নাগরিকত্বের শংসা পত্র, রেশন কার্ড, ১৯৫১-র এনআরসি, ১৯৬৬-র ভোটার তালিকাকে বাতিল করে দেওয়ার যে প্রস্তাব দিয়েছিলেন, সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার তা খারিজ করে দিয়েছে।

বিভিন্ন পক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি রোহিন্টন ফলি নরিমানের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে,জালিয়াতি করে কেউ নাগরিকত্ব নিয়ে নিতে পারে, এ কথা ভেবে প্রকৃত ভারতীয় নাগরিকদের এনআরসি থেকে বাইরে রাখার যুক্তি মেনে নেওয়া যায় না। তবে এর আগে ২৫ নভেম্বর পর্যন্ত পুনঃআবেদনের সুযোগ দেওয়া হলেও সুপ্রিম কোর্ট এ দিন নতুন সময়সীমা বেঁধে দেন।

খসড়াছুটদের ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা করে দিতে বলা হয়েছে। ওই সব আবেদন যাতে ঠিকঠাক পরীক্ষা হয়, সে জন্যও হাজেলাকে নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ জানুয়ারির মধ্যে সকলের কাছে দাবি-আপত্তি সংক্রান্ত শুনানির নোটিশ পাঠাতে হবে। ১ ফেব্রুয়ারি বা তার আগে শুনানি শেষ করে নির্দেশ দেওয়া হয়েছে এ দিন।

খসড়ায় গোর্খাদের এক বড় অংশ বাদ পড়ে গিয়েছিলেন। হাজেলার প্রস্তাবের বিরোধিতায় বিভিন্ন পক্ষ এই বিষয়টি আদালতে উত্থাপন করে। বিচারপতিদ্বয় তাঁদের রায়ে উল্লেখ করেছেন, কীভাবে খসড়া থেকে তাঁরা বাদ পড়ে গেলেন, সর্বোচ্চ আদালত তা খতিয়ে দেখবে।

November 1: Ultimately, the Supreme Court of India allowed claimants for Assam NRC to rely on five documents which were earlier objected to by NRC Coordinator Prateek Hajela. The five documents that Hajela urged upon the apex court to exclude from the list for proving one’s citizenship are: NRC of 1951, voter list of 1966, voter list of 1971, refugee registration certificate till 1971 and ration card issued till 1971.

Earlier, Prateek Hajela in his affidavit filed before the Supreme Court stated that, “It is better to exclude genuine persons, than to include a forged one…” However, the bench comprising of Chief Justice Ranjan Gogoi and Justice R F Nariman on Thursday said that the logic given by Prateek Hajela cannot be accepted. They said that the proposition put forward by NRC State Coordinator, would deprive many genuine Indian citizens, which cannot be accepted. This means all the 15 documents will now be regarded as valid for proving one’s citizenship.

Further, the apex court also extended the deadline for filing of claims and objections from 15 November to 15 December. The bench further directed Hajela to see that all the applications are examined in a proper manner. The court also said that all notice regarding hearing of claims and objections should have to be served by 15 January. The process of hearing and verification of documents shall have to be completed by 1 February.

A major section of the Gorkhas was excluded from the final draft list of NRC. Going against the proposal of Hajela, the others raised this issue in the court. Chief Justice Ranjan Gogoi and Justice R F Nariman observed that the apex court will examine this issue and try to figure out as to how their names were left out.

There was a political controversy when after the publication of the final draft of NRC, it was revealed that more than 40 lakh names were excluded from the list. Things became much more complicated, when acting upon the affidavit filed by NRC State Coordinator Prateek Hajela, the apex court excluded 5 vital documents out of the list of 15 on the basis of which claims for citizenship could be made. However, the verdict of the Supreme Court on Thursday seems to have given a new lease of life to many. It is expected that from tomorrow, long queues will be seen outside all NSKs.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker