Barak UpdatesHappeningsBreaking News
দিলীপ ১১হাজার কেটেও ঠেকাতে পারেননি দীপায়নকেDipayan wins Silchar seat by 37,578 votes
ওয়েটুবরাক, ২ মে: সন্তোষমোহন দেবের মন্ত্রিত্বকালে শিলচর পুরসভায় বীথিকা দেবের বিরুদ্ধে কে লড়বেন! এগিয়ে দেওয়া হয়েছিল দীপায়ন চক্রবর্তীকে৷ বাবুল হোড়ের বিরুদ্ধে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাকে দাঁড় করানো যায়? বলির পাঁঠা করা হল দীপায়ন ওরফে রাজুবাবুকে৷ কিন্তু বিধানসভা নির্বাচনে টিকিটের বেলায় কেউ আর তাঁর কথা মনে করতেন না৷ পরপর তিনবার চেয়ে এ বার ভাগ্যে শিঁকে ছিড়ল দীপায়নের ৷ দল তাঁর দাবি মেটাতে শিলচর আসনে প্রার্থী করে৷ কিন্তু দিলীপকুমার পাল বাদ সাধলেন৷ ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়লেন৷ পেলেন ১১২৬৮ ভোট৷ কিন্তু পদ্মপাতায় কত আর জল ধরে! দীপায়ন শিলচর আসনে মোট ভোট পেলেন ৯৮৫১৮ ভোট৷ নিকটতম প্রতিদ্বদ্ধী কংগ্রেস প্রার্থী তমালকান্তি বণিক পেয়েছেন ৬০৯৮০৷