Barak UpdatesBreaking News
আগরতলাগামী ট্রেন থেকে বাজেয়াপ্ত ৩০০ বোতল কফসিরাপ
300 bottle cough syrup recovered from Agartala bound train at Silchar

২৮ মার্চঃ শিলচর-আগরতলা ট্রেন থেকে বৃহস্পতিবার বাজেয়াপ্ত করা হল ৩০০ বোতল নিষিদ্ধ কফসিরাপ। গত ১০দিনে এটি চতুর্থ ঘটনা। ১৯ মার্চ বাজেয়াপ্ত করা হয়েছিল ১০০ বোতল, ২২ মার্চ ১২০ বোতল, ২৬ মার্চ ধরা পড়ে আরও ১০০ বোতল। আর বৃহস্পতিবার তিন কামরা থেকে ৩০০ বোতল এসকাফ বাজেয়াপ্ত করে রেল পুলিশ।
আরপিএফ-এর শিলচর ইন্সপেক্টর বিএম ধর জানান, রুটিন তল্লাশি চালাতে গিয়েই ধরা পড়ে মোট ৬২০ বোতল কফসিরাপ। কিন্তু কারা কখন সেগুলি রেখে যায়, ধরা খুব কঠিন হয়ে পড়ে। তবু ২৬ মার্চ ধরা হয়েছিল ইকবাল হোসেন নামে এক পাচারকারীকে। কিন্তু বৃহস্পতিবার কোনও গ্রেফতার নেই। তাঁর অনুমান, এত কফসিরাপ আগরতলা নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকে চোরাপথে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে যেত।
অতিরিক্ত অ্যালকোহলের জন্য খোলাবাজারে ফেন্সিডিল, এসকাফ ইত্যাদি কেনাবেচা ভারতে নিষিদ্ধ। ওই অতি মাত্রার অ্যালকোহলের জন্যই বাংলাদেশে একাংশ তরুণ-তরুণীর কাছে এগুলির ব্যাপক জনপ্রিয়তা। চড়া দামে সেগুলি তারা কিনে নেয়। পাচারকারীরা সাধারণত বিভিন্ন জায়গা থেকে এগুলি কিনে সড়কপথেই সেগুলি ত্রিপুরা পাঠায়। কিন্তু নির্বাচনী কড়াকড়ির দরুন রাস্তাঘাটে তল্লাশি বেড়ে গিয়েছে। তাই তারা রেলপথকে বেছে নিয়েছে।
English text here