Barak UpdatesHappeningsBreaking News

বুদ্ধিবলে পাচারকারীদের হাত থেকে রক্ষা পেলেন শিলচরের তরুণী

ওয়েটুবরাক, ৮ আগস্ট : অল্পের জন্য রক্ষা পেলেন শিলচর বিবেকানন্দ রোডের তরুণী রমা দাস (পরিবর্তিত নাম)৷ নারী পাচার চক্রের খপ্পড়ে পড়ে বুদ্ধিবলে ফিরে এলেন নিজের মা-বাবার কাছে৷

তারই এক আত্মীয়া জুলাইর তৃতীয় সপ্তাহে হাইলাকান্দির ঘাড়মুড়া থেকে এসে তাকে শিলচর আইএসবিটিতে ডেকে পাঠায়৷ তিনি তার কথামতো বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়েন৷ আত্মীয়ার সঙ্গে দেখা হতেই ওই মহিলা বেঙ্গালুরুতে ভাল মাইনের চাকরির টোপ দেয়৷ রমার সন্দেহ হয়৷ তিনি এককথায় খারিজ করে দেন সে প্রস্তাব৷ এর পরই আত্মীয়ার মূল স্বরূপ প্রকাশ পায়৷ দুই যুবক গিয়ে তাকে প্রায় বলপূর্বক তাদের সঙ্গে যেতে বাধ্য করে৷ যুবকরা তার মোবাইল ছিনিয়ে নেয়৷ পরে আত্মীয়া সহ তিনজনে মিলে তাকে শিলচর থেকে বাসে করিমগঞ্জ নিয়ে যায়৷ সেখান থেকে দূরপাল্লার ট্রেনে ওঠে৷ অনিচ্ছাকৃত হলেও তিনি যে ফেঁসে গিয়েছেন বোঝার বাকি থাকেনি রমার৷ তাই ট্রেনে সুযোগের সন্ধানে থাকেন৷ সুযোগ বুঝে একবার তিনি তার মোবাইলটি আত্মীয়ার কাছ থেকে নিয়ে নিতে সমর্থ হন৷

সবাই ঘুমিয়ে পড়লে ওই মোবাইলেই রমা তার বাবাকে ফোন করে উদ্ধারের আর্জি জানান৷ এক যাত্রী তাঁর অসহায়ত্বের কথা জানতে পেরে আরপিএফকে খবর দেন৷ আরপিএফ অবশ্য সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়৷ কিন্তু আত্মীয়া এবং যুবক দুটি রমার সঙ্গে পরিচয় না থাকার কথা বলে বেঁচে যায়৷ পশ্চিমবঙ্গের মালদা জেলার শৈশালি হোমে পাঠিয়ে দেওয়া হয় তাকে৷

এ দিকে তাঁর বাবা শিলচরের বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির সঙ্গে যোগাযোগ করেন, পরামর্শ চান৷ তখনই সোসাইটি তাদের উজ্জ্বলা শেল্টার হোমের পক্ষ থেকে মালদা-র শৈশালী শিশুকন্যা আবাসে রমার উপস্থিতি নিশ্চিত করা হয় এবং সেখানকার সিডব্লিউসি (শিশু কল্যাণ কমিটি)-র কাছে তাকে অভিভাবকদের হস্তান্তরের জন্য চিঠি পাঠায়। শৈশালীর আবাস কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী উজ্জ্বলা শেল্টার হোম অভিভাবকের ঠিকানা ভেরিফিকেশন এবং শিশু ও অভিভাবক উভয়ের নথিপত্র সংগ্রহ করে। পরে তারাই রমার মা-বাবাকে মালদা চলে যেতে পরামর্শ দেন৷

গত ২ আগস্ট রমাকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়। ৪ আগস্ট তাঁরা শিলচরে ফিরে আসেন৷ এখানে তাকে প্রথমে সিডব্লুসিতে হাজির করা হয়েছিল৷ কিন্তু সমস্ত নথি যাচাই করে সিডব্লুসি দেখতে পায়, তার বয়স সে দিন ২০ বছর ৬ মাস ২৪ দিন৷ তাই তাকে এসডিজেএম-এর আদালতে পাঠানো হয়৷ এসডিজেএম আইনি প্রক্রিয়ায় রমাকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেন৷

এই উদ্ধারকার্যে অংশ নিতে পারায় এবং শিলচরের তরুণী রমা পাচারকারীদের হাত থেকে রেহাই পেয়ে মা-বাবার কাছে ফিরে যাওয়ায় উজ্জ্বলা শেল্টার হোম এবং বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি সন্তোষ ব্যক্ত করে৷ তাঁরা তরুণী-কিশোরীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker