NE UpdatesHappeningsBreaking News
ত্রিপুরার ধলাই জেলাকে রেড জোন ঘোষণাDholai in Tripura declared as Red Zone
৫ মে : ত্রিপুরার ধলাই জেলাকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে সরকার। ত্রিপুরার আইন ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ রাজ্য সচিবালয়ে এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন। তিনি সাংবাদিকদের জানান, ধলাই জেলা থেকে ৩৩৪ জন লোককে পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। এই ৩৩৪ জনের মধ্যে ২১৩ জনের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩৪ জনের পরীক্ষার পর রবিবার ১২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। সোমবার আরও ১৭৯ জনের স্যাম্পল পরীক্ষা করা হয়। তবে তাঁদের রিপোর্ট এখনও আসেনি। মন্ত্রী বলেন, তবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি রাজ্যের মানুষকে অযথা আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন।
মন্ত্রী নাথ আরও জানান, মার্চের প্রথমদিকে ১৩৮ ব্যাটেলিয়নের ২০০ জন জওয়ান ছুটি কাটাতে ত্রিপুরায় আসেন। স্বাস্থ্য মন্ত্রক নিশ্চিত যে, এই জওয়ানদের মধ্যে কারোর শরীরে কোভিড-১৯ সংক্রমণ ছিল। তিনি জানান, ভারত বাংলা সীমান্তে বর্তমানে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। পুরো সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ থেকে এই জওয়ানদের সংক্রমিত হওয়ার কোনও সম্ভাবনা নেই।