India & World UpdatesHappeningsBreaking News

অধিবেশন চলাকালে সংসদে হামলা

ওয়েটুবরাক, ১৪ ডিসেম্বর : সংসদে হামলার বার্ষিকীতেই ব্যাপক নিরাপত্তা লঙ্ঘন। বুধবার লোকসভার কাজ চলাকালে দুই জন দর্শকাসন থেকে লাফিয়ে পড়ে । ক্যানিস্টার খুলে হলুদ ধোঁয়া ছড়িয়ে দেয় সভার মধ্যে।

এর পরেই শুরু হয় হট্টগোল। যদিও সাংসদরা  তাদের ধরে ফেলেন। নিরাপত্তারক্ষীরা আসার আগে দুই সাংসদ আরএলপি-র হনুমান বেনিয়াল এবং বিএসপি-র মালুক নাগর তাদের ধরে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেন। তাদের কাছ থেকে লোকসভায় দর্শক গ্যালারিতে ঢোকার দুইটি পাস পাওয়া যায়। সেই দুইটি পাসে সই করেছেন বিজেপি-র মাইশূরের সাংসদ প্রতাপ সিমহা।

ওই দুই যুবকের নাম হলো সাগর শর্মা ও ডি মনোরঞ্জন। সংসদ ভবন চত্বরেও তাদের দুই সহযোগী ছিল। তারাও ক্যান থেকে কিছু স্প্রে করতে থাকে। সেখানেও হলুদ ধোঁয়া বেরোতে থাকে। ওই দুই জনের নাম নীলম সিং ও অমল শিন্ডে। নীলম হরিয়ানার মেয়ে ও অমল মহারাষ্ট্রের যুবক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker