Barak UpdatesHappenings
আমিনুলের কনভয় থেকে ছিটকে গেল এসকর্টের গাড়ি, জখম 2Deputy Speaker Aminul Haque’s convoy met with an accident, 2 injured
অল্পের জন্য দুর্ঘটনা থেকে রেহাই পেলেন আসামের উপাধ্যক্ষDeputy Speaker escapes unhurt
২৪ জুনঃ অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। বুধবার তিনি গুয়াহাটি থেকে সড়কপথে শিলচরে ফিরছিলেন। মেঘালয়ের নংপুতে রাস্তার ওপর তেল ফেলে রাখা ছিল। তাঁর এসকর্টের গাড়ি ওই তেলে পিছলে গিয়ে পাহাড়ে ধাক্কা খায়। তাতে দুইজন পুলিশকর্মী জখম হয়েছেন। এটি কোনওক্রমে পেরিয়ে গেলে বা উপাধ্যক্ষের গাড়ি সামনে থাকলে দুর্ঘটনায় পড়তেন আমিনুলবাবু। তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে জখম পুলিশকর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
উপাধ্যক্ষের কনভয়ের দুর্ঘটনার খবরে বরাকে উদ্বেগ ছড়িয়ে পড়ে। আমিনুলবাবুর খবর জানতে অনেকে উদগ্রীব হয়ে ওঠেন। শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় জানিয়েছেন, উপাধ্যক্ষের গাড়িটি দুর্ঘটনায় পড়েনি। জখম পুলিশকর্মীদের গুয়াহাটি মে়ডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। তাঁদের চোট তেমন গুরুতর নয়। আমিনুলবাবু ফের শিলচরের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
মেঘালয়ের রাস্তায় তেল ফেলে রাখার ঘটনা নিয়েও অনেক উপত্যকার গাড়িমালিক-চালক ক্ষোভ ব্যক্ত করেন৷ তাঁরা বলেন, একদল দুষ্কৃতী ইচ্ছা করে রাস্তায় পুরনো তেল-মবিল ফেলে রাখে৷ বহু গাড়ি এর দরুন বিভিন্ন সময় দুর্ঘটনায় পড়ে৷ পরে দুষ্কৃতীরা উদ্ধারের নামে মোটা অঙ্কের অর্থ আদায় করে৷ এ নিয়ে এ বার সরব হতে তারা উপাধ্যক্ষের উদ্দেশে অনুরোধ করেন৷ তাদের দাবি, মেঘালয় সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে কথা বলতে হবে৷