Barak UpdatesHappeningsBreaking News
শ্রমমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন চা কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিরা
ওয়েটুবরাক, ২৮ মার্চ : রাজ্যের শ্রম মন্ত্রী সঞ্জয় কিষানের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় চা কর্মচারী ইউনিয়নের এক প্রতিনিধি দল। বরাক উপত্যকার বাগান কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে তাঁরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন৷ প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন ভারতীয় চা কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি নীলাভ মৃদুল মজুমদার ও সাধারণ সম্পাদক পঙ্কজ ধর৷
দিসপুরে গিয়ে এই সাক্ষাতের ব্যাপারে ইউনিয়নের উপদেষ্টা বিধায়ক কৌশিক রাই বিশেষ উদ্যোগ নেন৷ সঙ্গে ছিলেন আরও দুই উপদেষ্টা বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও বিধায়ক মিহির সোম৷ বরাকের তিন বিধায়ককে সঙ্গে নিয়ে ইউনিয়ন কর্তারা গ্র্যাচুয়িটি ও চাকরির অবসর গ্রহণের বয়স সীমা ৫৮ বছর থেকে বাড়িয়ে ৬০ বছর করার দাবি জানান। কিছু বাগান কর্তৃপক্ষ ন্যায্য সুযোগ-সুবিধা দিতে কর্মচারীদের যে ভাবে বঞ্চিত করছে তা বিস্তারিত তুলে ধরেন তাঁরা৷
বিভাগীয় মন্ত্রী অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন৷ বলেন, বরাক উপত্যকা সফর করে সরেজমিনে জ্বলন্ত সমস্যাগুলোর বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। প্রতিনিধি দলে ছিলেন ভারতীয় চা কর্মচারী ইউনিয়নের অন্যান্যদের মধ্যে ছিলেন সহ সভাপতি মানবেন্দ্র ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক মনোজিত সেন ও সহ সম্পাদক গৌরী প্রসাদ বিশ্বাস।