Barak UpdatesBreaking News
আসাম বিশ্ববিদ্যালয়ে চা জনগোষ্ঠীর জন্য সংরক্ষণের দাবিDemand raised for reservation for tea community in Assam University
৮ জুন: আসাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও নিযুক্তির ক্ষেত্রে চা জনগোষ্ঠীর জন্য সংরক্ষণের দাবি উঠেছে। হিন্দিভাষী সমন্বয় মঞ্চ এবং বরাক চা জনজাগৃতি মঞ্চের বার্ষিক সাধারণ সভায় এই দাবিতেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তাঁদের কথায়, প্রয়োজনে এই দাবিকে দিসপুর-দিল্লি নিয়ে যেতে হবে।
সভায় উভয় সংগঠনের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। হিন্দিভাষী সমন্বয় মঞ্চের সভাপতি হয়েছেন হরিনারায়ণ বর্মা। সম্পাদকপ্রধান দিলীপ কুমার। রাম নারায়ণ নুনিয়াক কোষাধ্যক্ষ করা হয়েছে। চা জনজাগৃতি মঞ্চে সভাপতি ও সম্পাদক প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে ক্রমে রাজকুমার ভর ও দীপক প্রজাপতি। শ্যামবাবু লোহার হলেন পরবর্তী কোষাধ্যক্ষ।