Barak UpdatesBreaking News

বিকল্প বিসর্জনঘাটের দাবি উঠল পুরসভার পূজা-বৈঠকে
Demand raised for alternative immersion ghat in Municipality’s Puja meeting

শিলচরে আরেকটি বিসর্জনঘাটের দাবি উঠল। তবে সেখানে ট্রলি ও পর্যাপ্ত নৌকোর ব্যবস্থা থাকার উপর সবাই গুরুত্ব দেন। আজ পুরসভা আহূত পূজা সংক্রান্ত বৈঠকে  বিভিন্ন বক্তা এ ব্যাপারে কথা বলেন। নির্বিঘ্নে পূজাপর্ব সম্পন্ন করতে বিভিন্ন বিভাগীয় কর্তা ও শহরের বরিষ্ঠ নাগরিকদের এই সভায় ডাকেন পুরপ্রধান নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর। সেখানে একের পর এক উঠে আসে রাস্তাঘাট, পানীয় জল সমস্যা। বিদ্যুত এবং ট্রাফিক ম্যানেজমেন্টের কথাও উত্থাপন করেন বিভিন্ন বক্তা। আগে প্রতিমা বির্জন দিয়ে খালি ট্রাক নিয়ে বঙ্গভবনের সামনে দিয়ে সরে পড়তেন পুণ্যার্থীরা। এই বছর নতুন সদরঘাট সেতু নির্মাণের দরুন ট্রাকগুলির বার হতে কষ্ট করতে হবে।

Rananuj

পুরসভার সভাপতি ঠাকুর জানান, বঙ্গভবনের সামনের রাস্তা দিয়ে জল বেরিয়ে যাওয়া আজকের কথা নয়। তাই পূর্ত বিভাগকে এ বার বিশেষ দায়িত্ব নিতে হবে। অন্তত ট্রাক যেন বিসর্জন  সেরে বেরিয়ে যেতে পড়ে। দ্বিতীয় বিসর্জনঘাটের ভাবনা যে তাঁদের মাথাতেও রয়েছে, নীহারবাবু সে কথাও উল্লেখ করেন। আগামী বছর ওই নিয়ে চূড়ান্ত কিছু হবে বলে আশা করছেন পূর্তকর্তারা। পূর্ত বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার নীহাররঞ্জন পাল সভাকে আশ্বস্ত করেন, দশমীর দিনে এই রাস্তার জন্য যানবাহন চলাচলে কোনও সমস্যা হবে না। একে বিসর্জনের উপযোগী করে তোলা হবে।

এনডিআরএফ ইন্সপেক্টর অমিত কুমার সিংহ বলেন, তাঁরা বিসর্জনের দিন প্রচুর লোক নামাবেন। লক্ষ্য রাখতে হবে, ওই এলাকায় কোনও ছোট নৌকা সেদিন যেন চলাচল না করে। তাঁরা দশ হাজার বর্গমিটার এলাকায় আলোরও ব্যবস্থা করবেন জানান। ডিডিএমএ-র ফিল্ড অফিসার বিপ্রজিত পালচৌধুরী এবং ট্রাফিক কর্তা শান্তনু দাশও নিজেদের বক্তব্য রাখেন।

September 15: A strong demand was raised for an alternative immersion-ghat. The proposed immersion-ghat should be equipped with a trolley and sufficient number of boats. Speakers put forward these suggestions in a meeting convened by Silchar Municipal Board (SMB) in the backdrop of the ensuing Durga Puja. The senior citizens of the town and officials from different government departments were invited to this meeting by SMB Chairperson Niharendra Narayan Thakuron Saturday. A number of pertinent issues, such as, roads, drinking water, electricity, traffic etc. were raised in that meeting. Previously, after immersion at Sadarghat, the empty trucks used to return through the road which passes besides SMB. But this year it will not be possible for the trucks to go back through that road as due to the ongoing work of the new Barak bridge, that way is closed.

Chairperson of SMB said that the PWD should give special attention to the road near Banga Bhavan as water flows through that road since a long period of time. He urged upon the PWD officials to make provision so that atleast the trucks can return back through that road after immersion. He further indicated that the issue of coming up with an alternative immersion-ghat is also there in his mind. He expressed hope that in the coming year this proposal may be materialized. Nihar Ranjan Paul, Executive Engineer of PWD assured that his department will ensure that the road besides banga Bhavan will be made motorable very soon.

Inspector Amit Kumar Singh of NDRF said that they will deploy a lot of persons on the day of immersion. He said that small boats should not be allowed to ply in and around the spot of immersion on the day of Dashami. NDRF will make provision for lighting the entire area of immersion-ghat. Field Officer Biprojit Paul Choudhury of DDMA and Traffic Inspector Santanu Das also spoke during the occasion.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker