India & World UpdatesHappeningsBreaking News
তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে রাজনাথDefence Minister Rajnath Singh meets top army officers
12 জুনঃ চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ছিলেন তিন বাহিনীর প্রধানও। কোন সীমান্তে কী পরিস্থিতি, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে তাঁদের।
মে মাসের গোড়া থেকে গালওয়ান উপত্যকায় বিপুল সেনা মোতায়েন করতে শুরু করেছিল চিন। তার জবাবে ভারতও একই ভাবে সেনাবাহিনীর জওয়ানদের মোতায়েন শুরু করে। তাতে দু’দেশের মধ্যে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। নয়াদিল্লিতেও এ নিয়ে ব্যাপক ততপরতা শুরু হয়েছিল সেই সময়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। সেই সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সিডিএস-সহ তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেন।
তবে কয়েক দিনের মধ্যেই সুর নরম করে চিন। উত্তেজনা কিছুটা স্তিমিত হয়। তার পর শুরু হয়েছে দু’দেশের মধ্যে সেনা কমান্ডার পর্যায়ের বৈঠক। আলোচনার মাধ্যমেই উদ্ভুত পরিস্থিতি সমাধানে ঐক্যমত্য হয়েছে নয়াদিল্লি ও বেজিং। চিনের দাবি, এই আলোচনাপর্ব শুরু হতেই সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও ভারতের দাবি, পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। বরং অরুণাচল ও সিকিম সীমান্তে চিনের আগ্রাসন আরও বেড়েছে।