India & World UpdatesHappeningsBreaking News
কর্নাটকে বিধানসভার নির্বাচন ১০ মে, রাহুলের আসনে উপনির্বাচন নিয়ে তাড়াহুড়ো করতে চায় না কমিশন
ওয়েটুবরাক, ২৯ মার্চঃ নির্বাচন কমিশন বুধবার কর্নাটক বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। পাশাপাশি চারটি বিধানসভা এবং জলন্ধর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনও ঘোষণা করল। তবে রাহুল গান্ধীর কেন্দ্র ওয়েনাডের উপনির্বাচন নিয়ে কোনও ঘোষণা এদিন করেননি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
কর্নাটকে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ হবে ১০ মে। একদিনে। ফল ঘোষণা হবে ১৩ মে। কর্নাটক বিধানসভায় মোট আসন সংখ্যা ২২৪। এর মধ্যে বর্তমানে বিজেপির বিধায়ক রয়েছেন ১১৯ জন। কংগ্রেসের ৭৫ জন। এ ছাড়া জনতা দল সেকুলারের ২৮ জন বিধায়ক রয়েছেন।
ইতিমধ্যে কংগ্রেস প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। শাসক বিজেপির অন্তর্দ্বন্দ্বই এখন সবচেয়ে চর্চার।
মোট ৫৮,২৮২ টি ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে। নির্বাচন কমিশনে জানিয়েছে, ৫.২ কোটি ভোটার রাজ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৮০ বছরের উর্ধ্বে ভোটাধিকার প্রয়োগ করবেন ১২.১৫ লক্ষ ভোটার। প্রথম বারের মত ভোট দেবেন ৯.১৭ লক্ষের বেশি ভোটার।
রাহুলের কেন্দ্র কেরলের ওয়েনাড়ের উপনির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, এই আসনটি সবে ফাঁকা হয়েছে। ছয়মাসের মধ্যে উপনির্বাচন করাতে হয়। ফলে তাড়াহুড়োর কিছু নেই।