Barak UpdatesHappeningsBreaking News
মেডিক্যাল সেলস পিপলের পূজার থিম ‘প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ’
ওয়েটুবরাক, ২০ অক্টোবর : শিলচরের অল মেডিক্যাল সেলস পিপল দুর্গাপুজো এবার ১৫ বছরে পা দিয়েছে। থিমভিত্তিক মণ্ডপ-প্রতিমার জন্য শুরু থেকেই এরা ব্যতিক্রমী৷ তাদের এবারের পূজার থিম ‘প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ’।
মহাষষ্ঠীর সন্ধ্যায় পূজামণ্ডপের উদ্বোধন করেন পদ্মশ্রী রবি কান্নান এবং আসাম বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ডিন অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী।
ক্যানসার বিশেষজ্ঞ কান্নান সারা বছর পরিবেশ সংরক্ষণের অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য আয়োজকদের অনুরোধ করেন। সংক্ষিপ্ত বক্তৃতায় অধ্যাপক চৌধুরী বলেন, রিপ্রেজেন্টেটিভরা পূজার থিম হিসাবে যে পরিবেশ সচেতনতা গ্রহণ করেছে, তা জনগণের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়টাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। শিলচর এবং এর সংলগ্ন এলাকার পরিবেশ রক্ষার ওপর তৈরি একটি সংক্ষিপ্ত তথ্যচিত্রও প্রদর্শিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানেই কিছু বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের শ্রবণযন্ত্র এবং অন্যান্য কিট বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন সক্ষম এতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
সক্ষমের কথায়, সুনিতা-রাহুল-সুপ্রিয়ারা সমাজের প্রেরণা । ক্যান্সারকে হারাতে গিয়ে রাহুল একটি পা বলি দিয়েছে ! প্রতিদিন তিন মাইল হেটে পড়াশোনার জন্য পরিশ্রম করে আজ সে ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র । জন্মের পর মায়ের কোল আর তারপর থেকে হুইলচেয়ার যার জীবনের শেষ ভরসা, সেই সুপ্রিয়া আজ ডিগ্রি থার্ড সেমিস্টারে পড়ছে । ভালো করে না শোনা, না বলতে পারা সুনিতা মাধ্যমিকে তিনটি লেটার নিয়ে পাশ করে সমাজের অনেকের কাছেই উদাহরণ৷ অল মেডিকেল সেলস্ পিপল অ্যাসোসিয়েশন দুর্গা পুজা কমিটিকে সক্ষম ধন্যবাদ জানায় এই আনন্দেও তারা তাদের ভুলেননি । তাদের পড়াশোনার খরচ বাবদ আর্থিক সাহায্য প্রদান করে৷ দুর্গা পুজো উপলক্ষে এছাড়াও দুজন মানুষকে কানের মেশিন উপহার দেন । দুজনেই কানে শুনতে পান না । আর্থিক দুর্বলতার জন্য তারা কিনতেও পারছিলেন না । শ্রবণযন্ত্র লাগিয়ে ফের শুনতে পাবেন, ভেবেই একজন মঞ্চে কেঁদে ফেলেন৷