Barak UpdatesHappenings
মধুরায় ভেসে যাওয়া এক যুবকের দেহ উদ্ধার
Dead body of a youth who drowned in Madhura recovered

২৩ জুলাইঃ মধুরায় তলিয়ে যাওয়া সুরজ মালাকারের মৃতদেহ মঙ্গলবার দুপুরে খুঁজে পায় দুর্যোগ মোকাবিলা বাহিনী। নদীর পাথর কোয়ারিতে গিয়ে সেলফি তোলার সময় সোমবার বিকেলে পা পিছলে পড়ে গিয়েছিল সুরজ ও রাজেশ দে। সুরজের মৃতদেহ উদ্ধার হলেও রাজেশ দে এখনও সন্ধানহীন।
খুঁজে পেতে অনেকটা সময় লাগলেও সুরজের দেহ দুর্ঘটনাস্থল থেকে বেশি দূর যায়নি। তাই অনুমান করা হচ্ছে, রাজেশের দেহও কাছাকাছিই কোথাও পাথরের তলায় আটকে রয়েছে। দুর্যোগ মোকাবিলা বাহিনীকে বুধবার ফের নামতে এলাকাবাসী অনুরোধ করেছেন।
এ দিকে উদ্ধারের পর সুরজের মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।