Barak UpdatesHappeningsBreaking News
সৈদপুরে যুবকের মৃতদেহ উদ্ধার
Dead body of a youth found near NH at Saidpur in Cachar

ওয়েটুবরাক, ২১ জুনঃ কাছাড় জেলার শিলচর থানাধীন সৈদপুর চতুর্থখণ্ডে জাতীয় সড়কের পাশে আজ সোমবার এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মুখে রুমাল গোঁজা ছিল, কাছেই পড়ে ছিল একটি সিরিঞ্জ। এলাকাবাসী জানিয়েছে, এই যুবক ওই এলাকার বাসিন্দা নয়। কারও পরিচিতও নয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। বাহাত্তর ঘণ্টা পর্যন্ত শনাক্তকরণের জন্য মর্গে রাখা হবে।
জাতীয় সড়কের পাশে ঝোপের মধ্যে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ পড়ে থাকার খবরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে নেশার দরুন তার মৃত্যু হয়েছে নাকি কেউ তাকে মেরে সেখানে নিয়ে ফেলেছে, এ বোঝা যাচ্ছে না।