Barak UpdatesHappenings

রথের মেলা হল না সিঙ্গারিতেও

২৩ জুন: বরাক উপত্যকার বিষ্ণুপ্রিয়া মণিপুরি অধ্যুষিত এলাকায় গুরুত্বপূর্ণ পার্বণ হচ্ছে রথের মেলা৷ করোনা সংক্রমণের আশঙ্কায় এ বার তা বাতিল করা হয়েছে৷

সাধারণত রথের মেলা বললে, রথযাত্রা ঘিরে মেলাকেই বোঝানো হয়৷ কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের রথের মেলা মানে, বহু রথের এক জায়গায় মিলিত হওয়া৷ এ বার করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় কোনও বিষ্ণুপ্রিয়া মণিপুরি গ্রাম থেকেই রথ বেরোয়নি৷ ফলে রথের মেলাও হতে পারেনি৷

শিলচরের শহরতলি সিঙ্গারি, চেংকুড়ি, বাইপাস প্রভৃতি এলাকায় অন্য বছর রথের মেলা উপলক্ষে লোকে লোকারণ্য দেখা যেত, মঙ্গলবার রথযাত্রার দিনেও পুরো এলাকা খাখা করেছে৷ একই অবস্থা করিমগঞ্জ জেলার মুন্ডমালা, রাখালখালেরপারেও৷ কোথাও সাত রথ এসে মিলিত হতো, কোথাও নয় রথ৷ বিভিন্ন জায়গা থেকে প্রায় সব সম্প্রদায়ের মানুষ গিয়ে রথের অলিখিত প্রতিযোগিতা দেখতেন৷ এ বার করোনা হিসাব পাল্টে দিয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker