Barak UpdatesHappeningsBreaking News
স্মারকলিপি পেয়েই শহিদ পরিবারে অফিসার পাঠালেন জেলাশাসকDC sends officials at language martyr’s home, extends all possible help
ওয়েটুবরাক, ২৪ মে: ভাষাশহিদ বীরেন্দ্র সূত্রধরের পরিবারকে দুই দশক আগে শিলচর পুরসভা দুই কাঠা জমি দিয়েছিল৷ শুরু থেকেই ওই জমি নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন পরিবারের সদস্যরা৷ নিজেরা সরাসরি না জড়ালেও এই জমিখণ্ড নিয়ে এখনও মামলা চলছে৷ এরই মধ্যে গত ৬ এপ্রিল শহিদপত্নী ধনকুমারী সূত্রধর প্রয়াত হয়েছেন৷ শহিদকন্যা ও তাঁর পরিবারের সদস্যরা যাতে নিরাপদে সেখানে বসবাস করতে পারেন, এ ব্যাপারে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন শিলচর শহরের বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা৷
রূপমের সম্পাদক নিখিল পালের নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ সোমবার জেলাশাসক কীর্তি জল্লির সঙ্গে সাক্ষাৎ করেন৷ তাঁর হাতে এ সংক্রান্ত এক স্মারকলিপি তুলে দেন৷ এর পরই অবশ্য জেলাশাসক জল্লি দুই অফিসারকে ধনকুমারী সূত্রধরের পূর্ণচন্দ্র পাল রোডের বাড়িতে পাঠান৷ তাঁদের খোঁজখবর সংগ্রহ করেন৷
প্রসঙ্গত, সোমবার স্মারকপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন বীক্ষণ সিনে সোসাইটির সভাপতি কমল চক্রবর্তী, বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্টের মিডিয়া কনভেনার জয়দীপ ভট্টাচার্য ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক কমিটির সম্পাদক উত্তমকুমার সাহা৷ কোভিড বিধি মেনে চারজন ভেতরে ঢুকলেও জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন বরাক বঙ্গের জেলা সহ-সভাপতি দীপক সেনগুপ্ত, ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির সাধারণ সম্পাদক ডা. রাজীব কর, রূপমের যুগ্ম সম্পাদক সুভাষ বর্মন প্রমুখ৷
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি সুব্রত ভট্টাচার্য, বরাক বঙ্গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, জেলা সম্পাদক জয়ন্ত দেবরায়, শিলচর পুরসভার প্রাক্তন সভাপতি তমালকান্তি বণিক, গণসুরের সভাপতি বিজয় খান, পূবালীর সম্পাদক নীতীশ চক্রবর্তী, চেতনার আশিস ভৌমিক, নাট্যকার চিত্রভানু ভৌমিক, দশরূপকের সম্পাদক অশোক রাজকুমার, কোরাসের বিশ্বজিত দাস, বিশ্বজিত দত্ত, আবৃত্তিকার অমিত সিকিদার, সঙ্গীতশিল্পী পাঞ্চালী ধর, মৈত্রেয়ী সংঘের সম্পাদক সুমিতা ভট্টাচার্য, বিডিফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়, যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পণার্ব গুপ্ত, কালচালারাল ইউনিটের শেখর দেবরায়, নাট্যাঙ্গনের দেবাশিস চক্রবর্তী, সমকালের অভিজিত ধর প্রমুখ৷
স্মারকলিপিতে তাঁরা জমির নথিপত্র করে দেওয়া ছাড়াও এই জমি সংলগ্ন রোডটিকে বীরেন্দ্র সূত্রধর লেন নামকরণ করা এবং শহিত পরিবারে সরকারি সাহায্য প্রদানের দাবি জানান৷
Also Read: ভাষাশহিদ কন্যাকে হুমকি! সোচ্চার বরাক