Barak UpdatesHappeningsBreaking News

জেলাশাসকের নির্দেশ, শনিবার সকাল থেকেই পুর এলাকায় লকডাউন
DC orders lockdown in Municipal areas from Saturday morning

২৬ জুন: শনিবার সকাল থেকেই পূর্ণ মাত্রার লকডাউন শুরু হচ্ছে বরাকের পুর এলাকাগুলিতে৷ চলবে রবিবারও৷ অর্থাৎ দোকানপাট খোলা হবে আগামী সোমবার সকাল ৭টায়৷ এই লক ডাউনে মুদিদোকানও বন্ধ থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে৷ জরুরি সেবা হিসাবে শুধুই ওষুধের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷

শনি-রবিবারের পূর্ণ লকডাউন চলবে প্রতি সপ্তাহে৷ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি  এক নির্দেশে জানিয়েছেন৷ করিমগঞ্জের জেলাশাসক এমপি আনবুমাথানও একই বক্তব্যে পৃথক নির্দেশ জারি করেছেন৷ হাইলাকান্দির জেলাশাসক মেঘানিধি দাহাল জানান, শনিবার সকাল থেকে হাইলাকান্দি, লালার সঙ্গে লকডাউন চলবে আলগাপুর বাজার এলাকাতেও৷

জেলাশাসকরা জানিয়েছেন, রাত ৯টার বদলে এখন কার্ফু শুরু হবে রাত ৭টায়৷ চলবে টানা ১২ ঘণ্টা৷ শিলচর, লক্ষীপুর ও সোনাইয়ে পূর্ণ লকডাউন ও জেলা জুড়ে কার্ফু পালনের ব্যাপারে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে বলে কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তায়ান জানিয়ে রেখেছেন৷ কাছাড়ের পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়ও লকডাউন এবং কার্ফু ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker