Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবিতে যুগ্ম সঞ্চালকের কাছে প্রতিনিধি দল
ওয়েটুবরাক, ১৮ জুলাই : শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির এক প্রতিনিধি দল সোমবার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের সঙ্গে দেখা করে সিভিল হাসপাতালের অভ্যন্তরীণ জল সরবরাহের অব্যবস্থা দূর করার দাবি জানান। যুগ্ম সঞ্চালক সিভিল সুপারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
প্রতিনিধি দলে ছিলেন হরিদাস দত্ত, কমল চক্রবর্তী ও হানিফ বরভুঁইয়া৷ তাঁরা সিভিল হাসপাতালের ভেতরের রাস্তা নির্মাণের দাবিও জানান। প্রতিনিধিরা তাঁকে এও বলেন, বর্তমানে বন্যার পর বহু মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সিভিল হাসপাতালে আসছেন কিন্তু রোগীর সংখ্যা অনুসারে চিকিৎসকের সংখ্যা খুবই কম।
যুগ্ম সঞ্চালক বলেন, এ দিনই চারজন নতুন পিজি পাশ করা ডাক্তার সিভিল হাসপাতালে কাজে যোগ দিয়েছেন। প্রতিনিধিরা ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বন্যার পূর্বে ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়ে কথা চলছিল৷ এ নিয়েও কোনও কাজ হয়নি। প্রতিনিধিরা পুনরায় তাকে তি’নশ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি উত্থাপন করেন।