Barak UpdatesHappeningsBreaking News

হাজেলার বিরুদ্ধে মামলা করছে আসাম সরকার

ওয়েটুবরাক, ১৩ এপ্রিল : আসামে এনআরসি প্রক্রিয়ার প্রাক্তন কো-অর্ডিনেটর প্রতীক হাজেলার বিরুদ্ধে মামলা করছে রাজ্য সরকার।  মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, সিএজি রিপোর্টে এনআরসি প্রক্রিয়ায় বিভিন্ন ক্ষেত্রে যে ২৬০ কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে, তার ভিত্তিতে তদানীন্তন কো-অর্ডিনেটর হাজেলার বিরুদ্ধে ডিরেক্টরেট অব ইকনমিক অ্যান্ড ভিজিল্যান্সে অভিযোগ করা হয়েছে এবং দফতরের অধিকর্তাকে হাজেলার বিরুদ্ধে এফআইআর রুজু করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই হাজেলার বিরুদ্ধে সিআইডির কাছে এফআইআর করেছেন পরবর্তী কো-অর্ডিনেটর হিতেশ দেব শর্মা। সেখানে আর্থিক দুর্নীতির পাশাপাশি ইচ্ছাকৃতভাবে সন্দেহভাজন বিদেশিদের নাম চূড়ান্ত তালিকায় প্রবেশ করানো তথা রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগও তোলা হয়েছে। প্রসঙ্গত প্রতীক হাজেলাই এনআরসি প্রক্রিয়ার মূল হোতা ছিলেন। এনআরসির সফ্টঅয়্যার তৈরিতেও তাঁর ভূমিকা ছিল। চূড়ান্ত এনআরসি প্রকাশের পরে তিনি সু্প্রিম কোর্টের কাছে গৃহরাজ্য মধ্যপ্রদেশে ডেপুটেশনে যাওয়ার আবেদন জানান। এনআরসি প্রক্রিয়ার তদারক করছিল সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ হাজেলাকে মধ্যপ্রদেশে যাওয়ার অনুমতি দেন। কিন্তু পরবর্তীকালে এনআরসি প্রক্রিয়ায় বিভিন্ন ফাঁক, কারচুপি, দুর্নীতির অভিযোগ ওঠায় রাজ্য সরকার জানায়, তারা এই এই এনআরসি মানে না। এনআরসি মামলার মূল আবেদনকারী অসম পাবলিক ওয়ার্কসও এই এনআরসির পূর্ণ রি-ভেরিফিকেশন দাবি করেছে। রাজ্যের বিজেপি সরকার বলেছে, ১৯৭১ সালের ভিত্তিতে তৈরি এই এনআরসির বদলে ১৯৫১ সালের ভিত্তিতে নতুন করে তৈরি করা হবে এনআরসি। জটিলতার জেরে আরজিআই এই এনআরসিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। সুপ্রিম কোর্টেও দীর্ঘদিন শুনানি হচ্ছে না। ফলে ১৬০০ কোটি টাকা খরচ করে ও অসমের মানুষকে কার্যত নাজেহাল করে তৈরি এনআরসির ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত। এই পরিস্থিতিতে হাজেলাকে আর রাজ্যে রাখতে নারাজ মধ্যপ্রদেশ সরকারও তাঁকে রিলিজ করে দিচ্ছে বলে জানা গিয়েছে। ফলে সাঁড়াশি আক্রমণের মধ্যেই ১৯৯৫ সালের ব্যাচের এই আইএএসকে অসমে ফিরতে হবে। হিমন্ত বলেন, হাজেলা অসম ক্যাডারের অফিসার তাই অসমে ফিরে কাজ করতে হবে। কিন্তু তিনি কাজ করতে না চাইলে স্বেচ্ছাবসর নিতে পারেন। তাঁকে স্বেচ্ছাবসর নিতে হলে তা জনতার জয় হবে। কিন্তু স্বেচ্ছাবসর নিলেও দুর্নীতির মামলার তদন্তে ডাক পড়লেই তাঁকে আসতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker