Barak UpdatesCulture
মার্চে শিলচরে তিনদিনের বরাক-সুরমা নাট্যোৎসব3-day Barak-Surma theater festival in March
৮ ফেব্রুয়ারিঃ আগামী ৮ মার্চ শুরু হচ্ছে বরাক-সুরমা নাট্যোৎসব। তিনদিনের উতসবের সমস্ত কর্মসূচি হবে শিলচরের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে। মূল উদ্যোক্তা ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি।আয়োজনে রয়েছে শিলচরের দশরূপক সাংস্কৃতিক সংস্থা, গণসুর, ভাবীকাল, দলছুট, কোরাস, হাইলাকান্দির বিবর্তন থিয়েটার এবং করিমগঞ্জের বিশ্ববীণা।
উদ্যোক্তা-আয়োজকরা উৎসবটিকে অরূপ চৌধুরী (মান্না)-র স্মৃতিতে উৎসর্গ করছেন। সাংবাদিক সম্মেলন ডেকে তাঁরা জানিয়েছেন, ৮ মার্চ সকাল ১১টায় এই নাট্যোৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধক বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বিধান চৌধুরী, পঙ্কজ পুরকায়স্থ, মহাদেব বণিক এবং বাংলাদেশের অনন্ত হীরা ও আমিরুল ইসলাম বাবু।
ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির অন্যতম কর্মকর্তা ডা. রাজীব কর জানান, বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান বলা হলেও কার্যত অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টাতেই। ভাষাশহিদ স্টেশন প্রাঙ্গণে জমায়েত হয়ে মিছিল যাবে ইন্ডিয়া ক্লাব, গান্ধীবাগ, দেবদূত মোড় হয়ে জেলা গ্রন্থাগার মিলনায়তনে। সেখানে আনুষ্ঠানিক উদ্বোধনের পর বেলা ১২টায় হবে প্রথম দিনের প্রথম নাটক কোথায় আমার দেশ। পরিবেশনায় কোরাস। সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় নাটক দশরূপকের ভাসমান।
বরাক-সুরমা নাট্যোৎসব নামকরণ থেকেই স্পষ্ট, বাংলাদেশের নাটকের দলও এখানে অংশ নিচ্ছে। থিয়েটার সিলেট প্রথম দিনেই রাত ৮টায় পরিবেশন করবে জৈন্তেশ্বরী। প্রতিবেশী দেশ থেকে এসেছে কথাকলি সিলেট-ও। তারা ৯ ও ১০ মার্চ দুদিনই রাত ৮টায় নিজেদের নাটক মঞ্চে উঠবেন। ৯ মার্চ কোর্ট মার্শাল। ১০ তারিখে দুর্বিনশাহ। ৯ মার্চ স্থানীয়দের পক্ষে নাটক মঞ্চস্থ করবে করিমগঞ্জের বিশ্ববীণা (হজম শক্তি) ও ভাবীকাল (হনুয়া কা বেটা)। বিশ্ববীণা বেলা ১১টায়। ভাবীকাল সন্ধ্যা সাড়ে ৬টায়। ১০ মার্চ বেলা ১১টায় হাইলাকান্দির বিবর্তন থিয়েটারের নাটক তিন পুতুলের গল্প। সন্ধ্যা সাড়ে ৬টায় গণসুরের নাথবতী অনাথবৎ।
শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে শান্তনু পাল. চিত্রভানু ভৌমিকরা বলেন, একে ঘিরে পুরোদস্তুর উতসবের চেহারা আনার চেষ্টা চলছে। নাটকের ফাঁকে চলবে অন্যান্য অনুষ্ঠানও। ৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৫টায় গানমহলের শিল্পীদের অনুষ্ঠান। ৯ মার্চ বেলা ১২টায় সাংস্কৃতিক ও সম্মানতা কর্মসূচি। ১০ মার্চ বেলা ১১টা ৪৫ মিনিটে হবে আলোচনা সভা। সাড়ে ৫টায় গান-নাচ করবে স্বপ্নবন্দর।
নাট্যোৎসবের আয়োজক বাবুল হোড়, স্বর্ণালী বিশ্বাস, সায়ন বিশ্বাস, বিভাষ রায়, অশোক রাজকুমার-রা জানান, রাত ৭টা ৪৫ মিনিটে তারা আমিরুল ইসলাম বাবু ও শুভপ্রসাদ নন্দীমজুমদারকে বিশেষ সম্মাননা প্রদান করবেন।