Barak UpdatesHappeningsBreaking News
DC Cachar flags off Saksham cycle rallyশহর থেকে শহরতলি, শিলচরে ৫ কিমি ঘুরল সক্ষম সাইকেল র্যালি
১৯ জানুয়ারি : নুমলিগড় রিফাইনারি লিমিটেডের উদ্যোগে রবিবার সকালে অনুষ্ঠিত হল সক্ষম সাইকেল র্যালি। দেশের দু’শ শহরে সক্ষম সাইকেল দিবস পালনের অঙ্গ হিসেবে এ দিন শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে এই সাইকেল র্যালির সূচনা হয়। কাছাড় কলেজ, মধুরামুখ, রংপুর মাঠ হয়ে এই র্যালি মোট ৫ কিলোমিটার সড়ক অতিক্রম করে পুনরায় ফিরে আসে পুলিশ প্যারেড গ্রাউন্ডে। প্রায় একশ’ জন সাইকেল চালক এতে অংশগ্রহণ করেন। ‘আও সাইকেল চালায়ে’ স্লোগানকে সামনে রেখে এই র্যালি স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ রক্ষা ও জ্বালানি সাশ্রয়ের বার্তা নিয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আয়োজন করা হয়।
এ দিন সকালে এই কর্মসূচির সুচনা করেন প্রধান অতিথি জেলাশাসক বর্ণালী শর্মা। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়, বিজেপি জেলা সাধারণ সম্পাদক কণাদ পুরকায়স্থ, শহর মণ্ডল সভাপতি দীপায়ন চক্রবর্তী, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়, নুমলিগড় রিফাইনারির সিনিয়র চিফ জেনারেল ম্যানেজার বি এক্কা, ডিজিএম মধুচ্ছন্দা অধিকারী সহ অন্য বিশিষ্টজনেরা।
এ দিন উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বর্ণালী মিশ্র বলেন, বর্তমান সময়ে পেট্রোলিয়ামজাত জ্বালানি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইকেল চালানোর অভ্যেস গড়ে তুললে তা অনেকটাই উপযোগী হবে। সাইকেল চালালে স্বাস্থ্য যেমন ঠিক থাকবে, তেমনি পরিবেশের জন্যও সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
বৃহত্তর স্বার্থে তিনি যুবকদের এতে এগিয়ে আসার আহ্বান জানান। সিজিএম বি এক্কা স্বাগত ভাষণে নুমলিগড় রিফাইনারির এই আয়োজন সম্পর্কে তুলে ধরেন।