NE UpdatesHappeningsBreaking News
প্রশ্নপত্র ফাঁসের অন্যতম মাস্টারমাইন্ড কুমুদ রাজখোয়ার আত্মসমর্পণ
গুয়াহাটি, ১৭ মার্চ : মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড কুমুদ রাজখোয়া শুক্রবার আত্মসমর্পণ করেছে। এ দিন লখিমপুর সদর থানায় আত্মসমর্পণ করে কুমুদ। প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরই পলাতক ছিল সে। কুমুদ রাজখোয়া ডফলাকটা হাইস্কুলের বিজ্ঞান শিক্ষক। এই শিক্ষকের মাধ্যমেই হোয়াটসঅ্যাপে মেট্রিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়।
উল্লেখ্য, এর আগে রাজ্যের পুলিশ প্রধান জিপি সিং এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে কুমুদ রাজখোয়াকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন। অন্যথায় তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়ে দেন। এর কয়েক ঘণ্টা পরই আত্মসমর্পণ করে কুমুদ।
জিপি সিঙের বক্তব্য অনুযায়ী, এই কাণ্ডের অন্য এক মাস্টারমাইন্ড প্রণব দত্ত কুমুদ রাজখোয়াকে ৫ হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র দিয়েছিল। এ দিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত শুরু হওয়ার পর রাজখোয়া প্রশ্নপত্র জ্বালিয়ে দিয়েছিল। ইতিমধ্যে রাজখোয়ার ভাড়াঘরের পাশ থেকে আধপোড়া অবস্থায় সাধারণ বিজ্ঞান ও অসমিয়া প্রশ্নপত্র উদ্ধার করে পুলিশ।