Barak UpdatesBreaking News
DC Cachar expressed satisfaction seeing system at a medicine storeওষুধের দোকানের সিস্টেম দেখে ‘আদর্শ’ বললেন ডিসি
২৫ মার্চ : কোনও হুড়োহুড়ি নেই। সবাই সারিবদ্ধভাবে ১ মিটার ব্যবধানে থেকে কেনাকাটা করেছেন। শিলচর ইটখলার একটি ওষুধের দোকানের এই ব্যবস্থা দেখে আপ্লুত কাছাড়ের জেলাশাসক। তিনি বলেন, এই দোকানদারের এই ব্যবস্থা যথেষ্ট উতসাহব্যঞ্জক। তা সবার কাছে দৃষ্টান্তস্বরূপ।
জেলাশাসক বর্ণালী শর্মা বুধবার শিলচর পুর এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। সেসময় বিভিন্নস্থানে অকারণে চলাফেরা করতে থাকা কিছু মানুষকে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দেন। এর পাশাপাশি কিছু মানুষের অকারণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার জন্য নির্দেশের পুনরাবৃত্তি করে অসন্তোষ প্রকাশ করেন।
পরে জেলাশাসক শহরের বিভিন্ন মুদির দোকানে থাকা কিছু মানুষের শারীরিক দূরত্ব ন্যূনতম ১ মিটার রাখা জরুরি বলে মনে করিয়ে দেন। বিভিন্ন বাজার এবং আবাসিক এলাকা পরিদর্শন করে জেলাশাসক বিভিন্ন ওষুধের দোকানে যান। তিনি দোকান মালিক ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। এরমধ্যে শিলচর ইটখলার মেসার্স নর্মদা মেডিকোস ওষুধের দোকানের মালিকের দ্বারা ক্রেতাদের শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা দেখে জেলাশাসক সন্তোষ প্রকাশ করেন। তিনি এই দোকানির নেওয়া উদ্যোগকে আদর্শ হিসেবে চিহ্নিত করেন।