India & World UpdatesHappenings
২০০ কিমি বেগে এগোচ্ছে কিয়ার, ৪ রাজ্যে সতর্কতাCyclone Kiar approaching at a pace of 200 kms, red alert in 4 states
২৭ অক্টোবরঃ ২০০ কিলোমিটার বেগে এগিয়ে চলেছে কিয়ার। তার দাপটে মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক এবং গুজরাত উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। তবে ভারতীয় কোনও রাজ্যের উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা নেই বলেই জানিয়েছেন আবহবিদরা। গোয়ায় অবশ্য এরই মধ্যে বেশ কিছু গাছ উপড়ে পড়ার খবর মিলেছে। সমুদ্রের জল উপচে উঠে এসেছে বিভিন্ন এলাকায়।
আরব সাগরের গভীর নিম্নচাপটি ঘুর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়েরই নাম দেওয়া হয়েছে ‘কিয়ার’।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, রবিবার ভোর থেকেই আরব সাগরের বিভিন্ন জায়গায় হাওয়ার গতিবেগ ২০০ কিলোমিটার। সেই কারণেই ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পূর্ব-মধ্য আরব সাগরে এবং ২৮ থেকে ৩১ অক্টোবর পশ্চিম-মধ্য আরব সাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ।