AnalyticsBreaking News
Digital North East Vision 2022 released by Ravi Shankar Prasad at Guwahatiগুয়াহাটিতে ডিজিটাল নর্থ ইস্ট ভিশন ২০২২ প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকরের
ডিজিটাল নর্থ ইস্ট ভিশন ২০২২ এর আনুষ্ঠানিক প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। শনিবার গুয়াহাটির হোটেল রেডিসন ব্লু তে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উত্তর-পূর্বের ৩ রাজ্য আসাম মেঘালয় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে উত্তরপূর্বের কয়েকটি রাজ্যের তথ্য প্রযুক্তি এবং অন্যান্য বিভাগের মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। উত্তর-পূর্বের ডিজিটাল সেবার সবলীকরন ও সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত এদিনের সভায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি, ন্যায় ও আইন বিভাগের মন্ত্রী রবি শংকর প্রসাদ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সূচনা করা ডিজিটাল ইন্ডিয়া কার্যসূচি এখন এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে বিশ্বের সঙ্গে ভারতের প্রত্যক্ষ সংযোগ স্থাপিত হয়েছে।
কেন্দ্র সরকার উত্তর-পূর্বের ডিজিটাল ব্যবস্থাকে শক্তিশালী করার উপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই ডিজিটাল ব্যবস্থার আওতায় যাতে প্রত্যেককে নিয়ে আসা যায় সে জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, বিভিন্ন নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে ব্যাংকের সঙ্গে ডিজিটাল মাধ্যমের সংযোগ সাধন করার ফলে সমগ্র ব্যবস্থাটিতে স্বচ্ছতা এসেছে। ডিজিটাল ব্যবস্থা দেশের শক্তি বৃদ্ধি করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সুযোগ-সুবিধা সৃষ্টি করেছে।
প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন বলে উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দিল্লি এখন আর উত্তর পূর্ব থেকেই দূর নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকরা উত্তর-পূর্বাঞ্চলে এসে এর উন্নয়নের প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার জন্য কাজ করে যাচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, গুয়াহাটি ও ডিব্রুগড় চিকিৎসা মহাবিদ্যালয় সহ উত্তর-পূর্বাঞ্চলের ছয়টি চিকিৎসা মহাবিদ্যালয়কে ক্লাসরুম ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে।
মন্ত্রী এ দিন ঘোষণা করেন যে, ৫০ হাজার সরকারি কর্মচারীকে ডিজিটাল প্রযুক্তির আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রী এ দিন আরও ঘোষণা করেন, নেটওয়ার্ক কমন সার্ভিস সেন্টার সব গ্রামে সম্প্রসারিত করা হবে। তাছাড়া সকল গ্রাম পঞ্চায়েতগুলোতে হাইস্পিড ব্রডব্যান্ড সংযোগ করা হবে এবং যে গ্রামগুলোতে এখনও মোবাইল সংযোগ চালু করা সম্ভব হয়নি সেই গ্রামগুলোকেও এই ভিশন ডকুমেন্ট এর আওতায় নিয়ে আসা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অঞ্চলকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন।
উত্তর-পূর্বাঞ্চলের সম্পদ ও সম্ভাবনাগুলোকে খুঁজে বের করতে ডিজিটাল প্রক্রিয়া ব্যবহার করার ওপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন কর্মসূচি তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের যুব প্রজন্ম আগামী দিনগুলোতে তথ্য প্রযুক্তির যথোপযুক্ত প্রয়োগ করলে এই অঞ্চলটি কোনোভাবেই পিছিয়ে থাকবে না। মুখ্যমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থাকে মজবুত করার জন্য কেন্দ্রীয় সরকারের গ্রহণ করা প্রকল্পগুলোর যুব প্রজন্মের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে। act east policy -র কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ডিজিটাল মাধ্যমে আমাদের প্রজন্মকে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে।
অনুষ্ঠানে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য থেকে আসা মন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা বক্তব্য রাখেন। আসামের তথ্য ও প্রযুক্তি বিভাগের মন্ত্রী কেশব মহন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী গুয়াহাটি সহ উত্তর পূর্বের চারটি শহরে national institute of electronics and information technology-র স্থায়ী কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া আরও কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
Union Minister for Electronics & Information Technology Ravi Shankar Prasad released the document ‘Digital North East Vision 2022’ today at the Radisson Hotel, Guwahati, Assam. The Vision Document was released in the presence of the Chief Ministers and IT Ministers of North East States and senior officials of Central Government Ministries including DoT and DoNER and officials from State Governments of NE States.
Before the main event, The Union Minister and Chief Minister of Assam laid the foundation stone for Common Facilitation Centre and Smart Meter Manufacturing facility in Electronics Manufacturing Cluster (EMC) in Tech City, Bongara Village, Assam for promotion of electronics manufacturing in the NE Region.
Unveiling the plans under the ‘Digital North East: Vision 2022, Ravi Shankar Prasad said the document emphasises leveraging digital technologies to transform lives of people of the northeastern states and enhance the ease of living. The Union Minister in his speech, said, “We are bridging the Digital Divide through this attempt. Digital India is a mass revolution; it is designed to become a mass movement. The Prime Minister of India has, after coming into power, ensured that Delhi come closer to NE in terms of bringing all opportunities to this region.” A cloud hub for the northeast will be set up in Guwahati and capacity building for 50,000 government staff will be taken up using digital technologies, the Union electronics and IT Minister said. According to the vision document, high-speed broadband connectivity will be provided in all the uncovered villages in the northeast region.
The minister also said that North East will become the growth engine for the country with the government’s Act East Policy. The Minister also informed that the Government has been able to save 90000 Crore rupees during these years by eliminating middlemen by promoting digital payment. The meeting was attended by the Chief Minister of Assam Shri Sarbananda Sonowal, Chief Minister of Meghalaya Shri Conrad K Sangma, Chief Minister of Tripura, Shri Biplab Kumar Deb, Deputy Chief Minister of Arunachal Pradesh Shri Chowna Mein, Minister IT, Assam Shri Keshab Mahanta, Minister IT, Meghalaya, Shri Hamletson Dohling, Minister Health Sikkim Shri Arjun Kumar Ghattani, Minister PHE Nagaland Shri Jacob Zhimoni, Secretary DoNER, Secretary, Meity and other senior officials of the Central and State Government.