NE UpdatesAnalyticsBreaking News
সুস্থ রোগীদের রেল-বিমানে আর টেস্ট নয় : হিমন্তCured patients no more to do test if travelled by air & train
২৫ সেপ্টেম্বর : সুস্থ হয়ে ওঠা পজিটিভ রোগী রেল বিমানে চলাচল করতে গেলে আর কোনওধরনের টেস্টের প্রয়োজন হবে না। এমনকি তাঁদের জন্য কোয়ারেন্টাইনে থাকার বিধি-নিষেধও নেই। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা রাজ্য সরকারের এই নতুন সিদ্ধানের কথা জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে কোভিড আক্রান্ত হওয়ার পর রাজ্যের যে ১ লক্ষ ৩৫ হাজার ১৪১ জন সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের সবার জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে। তবে তাঁদের অবশ্যই উপসর্গহীন হতে হবে।
Our new SOP for air passenger pic.twitter.com/6AIrf9pgLd
— Himanta Biswa Sarma (@himantabiswa) September 25, 2020
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বৈজ্ঞানিক তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে দেশে প্রথমবার আসামে বিমানযাত্রীদের জন্য এই বিষয়টি হাতে নেওয়া হয়েছে। তাঁর কথায়, সুস্থ রোগীদের বিমান বন্দরে সার্টিফিকেট দেখাতে হবে। হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার সার্টিফিকেট বা কোভিড পজিটিভ ধরা পড়ার পর কোনও সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এক্ষেত্রে সময় গুণে আইসিএমআর-এর ওয়েবসাইটে ওই রোগীর নথি দেখে নেওয়া যেতে পারে। দেশের অন্য কোনও স্থান থেকে আইসিএমআর-এর সার্টিফিকেট নিয়ে কেউ এলেও তাঁর ব্যাপারে একই পদক্ষেপ নেওয়া হবে। একজন আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠলে তাঁর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, সে কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান। তিনি অবশ্য বলেন, সুস্থ হয়ে ওঠা রোগীর শরীরে কোনও লক্ষণ থাকলে তাঁকে তো টেস্ট করাতেই হবে।