NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
তৃণমূলের দরজা খোলা, ত্রিপুরার সিপিএম নেতাদের ব্রাত্য বসুর বার্তা
ওয়েটুবরাক, ১৩ আগস্ট: তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় নতুন করে ঘাঁটি গাড়তে চাইলে বিজেপি আক্রমণাত্মক হয়ে ওঠে। তৃণমূলের নেতা-কর্মীরা যত আক্রান্ত হয়েছেন, তত গলা চড়িয়েছে সিপিএম। বিজেপি-কে চাপে রাখতে এই ইস্যুতে সম্মিলিত বিরোধী কণ্ঠই উঠে আসছিল। এখন শুরু হয়েছে দল ভাঙানোর খেলা। প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিককে কংগ্রেস থেকে এনে দিদির দল হাত বাড়াচ্ছে সিপিএমের দিকে। পশ্চিমবঙ্গের মন্ত্রী ব্রাত্য বসু আজ শুক্রবার আগরতলায় গিয়ে জানিয়ে দিয়েছেন, সিপিএম নেতাদের জন্য তৃণমূল কংগ্রেসের দরজা খোলা রয়েছে। পশ্চিমবঙ্গে সিপিএম-কে হটিয়েই রাজপাট দখল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রাত্যবাবুর যুক্তি, তাঁর রাজ্যের সিপিএম নেতাদের সঙ্গে ত্রিপুরার সিপিএম নেতাদের পার্থক্য রয়েছে। পাহাড়ি রাজ্যের বাম নেতারা মাটি-মানুষের অনেকটাই কাছাকাছি রয়েছে। মা-মাটি-মানুষের কাছে থাকা যে কাউকে দলে গ্রহণ করতে তাদের আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন নাট্যকার-মন্ত্রী ব্রাত্য বসু।
তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটের আগে উপযুক্ত বিরোধী শক্তি হয়ে উঠতে পারলে কংগ্রেসে বড়ধরনের ধস নামবে বলেই অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের। সঙ্গে কি সিপিএমেও ভাঙন ধরবে, এখন এটিই বড় প্রশ্ন। বিশ্লেষকরাও জবাবের আগে কয়েকদিন দেখে নিতে চাইছেন।