Barak UpdatesHappeningsBreaking News

চাকরির পরীক্ষায় নিয়ম লঙ্ঘন : কাছাড় কলেজের অধ্যক্ষকে গ্রেফতার করল পুলিশ
Gross violation of exam norms; Police arrests Principal of Cachar College

জেলাশাসককে সিদ্ধার্থ, "আপনি আপনার কাজ করুন, আমি আমারটা করব"

ওয়েটুবরাক, ২১ আগস্ট : চতুর্থ শ্রেণির কর্মচারীর চাকরির জন্য রবিবার সকালে কাছাড় জেলায় যে পরীক্ষা গ্রহণ করা হয়, তাতে নিয়ম লঙ্ঘনের জন্য কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর নাথকে গ্রেফতার করা হয়েছে৷ পুলিশ সুপার রমনদীপ কৌর জানিয়েছেন, জেলাশাসকের নির্দেশে তাঁর বিরুদ্ধে এজাহার দাখিল হয়েছে৷ এর পরই তাকে গ্রেফতার করা হয়৷

জেলাশাসক রোহনকুমার ঝা জানিয়েছেন, পরীক্ষাগ্রহণে কোনও ধরনের সহযোগিতা করেননি অধ্যক্ষ নাথ৷ ১২০০ পরীক্ষার্থী কাছাড় কলেজে৷ নির্বিঘ্নে পরীক্ষার জন্য কখন পরীক্ষাকেন্দ্রের গেট খোলা হবে, কখন হলঘর খোলা হবে, কখন ইনভেজিলেটর আসবেন, কখন প্রশ্ন আনা হবে, কখন প্রশ্ন বিতরণ করা হবে, সবকিছু সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা থাকলেও কাছাড় কলেজে কোনওকিছু মানা হচ্ছিল না৷ অভিযোগ পেয়ে জেলাশাসক ঝা অধ্যক্ষ নাথকে ফোন করলে তিনি তর্ক জুড়ে দেন৷ ঝা জানিয়েছেন, “অধ্যক্ষ আমাকে মুখের ওপর শুনিয়ে দেন, আপনি আপনার কাজ করুন, আমি আমারটা করব৷”

অভিযোগ, জেলাশাসক ঝা কাছাড় কলেজের শিক্ষক স্বদেশরঞ্জন দাসকে শারীরিক নিগ্রহ করেন৷ জেলাশাসক অবশ্য তা অস্বীকার করেন৷ তিনি বলেন, প্রশ্ন আনতে নির্দিষ্ট সময় থেকে অনেকটা দেরিতে গিয়েছিলেন কাছাড় কলেজের ওই শিক্ষক৷ জেলাশাসক দেরির কারণ জিজ্ঞাসা করলে তিনি অযৌক্তিক নানা কারণ দেখান৷ শেষে কথা বাড়াতে থাকলে তিনি তাকে ধরে গাড়িতে ঢুকিয়ে দেন৷ ধমক দিয়ে বলেন, আপনাকে গ্রেফতার করা হবে৷ তবে শেষপর্যন্ত এফআইআরে অধ্যক্ষকে অভিযুক্ত করলেও স্বদেশরঞ্জন দাসের নামোল্লেখ করেননি৷

এই পরীক্ষার বরাক উপত্যকার পর্যবেক্ষক ডা. এস লক্ষ্মণন জানান, তিনি তখন জেলাশাসকের পাশেই ছিলেন৷ কোনও ধরনের শারীরিক নিগ্রহের ঘটনা ঘটেনি৷ কাছাড় কলেজ কর্তৃপক্ষের বিভিন্ন অসহযোগিতা ও অনিয়মের অভিযোগ শোনান লক্ষ্মণনও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker