Barak UpdatesHappeningsBreaking News
CRPF jawans advised to stay away from heart diseases হৃদরোগ থেকে দূরে থাকতে সিআরপি জওয়ানদের পরামর্শ
২৩ জানুয়ারি: নেতাজি জয়ন্তীতে লায়ন্স ক্লাব শিলচর গ্রেটার ও হার্ট কেয়ার সোসাইটি অফ আসামের যৌথ উদ্যোগে ও দয়াপুর সিআরপিএফ কম্পোজিট হসপিটালের সহযোগিতায় বৃহস্পতিবার হৃদরোগ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ তাতে নির্ধারিত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি ও হার্ট কেয়ার সোসাইটির প্রোগ্রাম সমন্বয়কারী সুভাষচন্দ্র চৌধুরী৷ হৃদরোগের কারণ, প্রতিকার, সতর্কতা ইত্যাদি বিষয় তিনি প্রাঞ্জলভাষায় বুঝিয়ে দেন৷ শাকসবজি-ফলমূল বেশি করে খেতে এবং ব্যায়াম-শারীরিক পরিশ্রম বেশি করতে বলেন৷ সেইসঙ্গে অতিরিক্ত লবণ, তৈলাক্ত সামগ্রী ও ফাস্ট ফুড বর্জনের পরামর্শ দেন৷
তিনি কার্ডিওপালমানারি পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন৷ এর ব্যবহারিক দিকও দেখিয়ে দেন৷ হার্ট অ্যাটাকে কেউ অচৈতন্য হয়ে পড়লে জরুরিকালীন ভিত্তিতে তা খুব প্রয়োজনীয়৷ এই প্রক্রিয়া জানা থাকলে রোগীকে মৃত্যুর হাত থেকে ফেরানো যায়৷
সিআরপিএফ-এর মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট তথা ডিআইজি ডা. বিনয়া ভারতীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন৷ সঞ্চালনা করেন ডা. পাপিয়া সেনগুপ্ত৷ মূলত হাসপাতালের চিকিৎসক, প্যারা মেডিক্যাল স্টাফ এবং প্রশাসনিক কর্তারা উপস্থিত থেকে সুভাষবাবুর বক্তৃতা শোনেন৷