NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ডিটেনশন ক্যাম্পের বন্দিদের মুক্তির আর্জি জানাল সিপিএমCPM raises demand to release all from detention camps
৬ এপ্রিল: আসামের ডিটেনশন সেন্টার থেকে বন্দিদের মুক্তি দেওয়ার দাবি তুলল বামেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে পশ্চিমবঙ্গের বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী বলেছেন, করোনা মোকাবিলার সময়ে জেল থেকে বন্দিদের শর্তাধীনে সাময়িক মুক্তি দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। যে যুক্তিতে এই সিদ্ধান্ত , সেই যুক্তিতেই ডিটেনশন সেন্টারে আটক মানুষদের মুক্তি দেওয়া হোক। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে আসাম ও পশ্চিমবঙ্গের দুই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে আসাম, উত্তরপ্রদেশ, কর্নাটক, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ নানা রাজ্যে বহুসংখ্যক দণ্ডপ্রাপ্ত বন্দিকে প্যারোলে ছাড়া হয়েছে, অনেক বিচারাধীনকে মুক্তি দেওয়া হয়েছে৷ কিন্তু ডিটেনশন ক্যাম্পে বন্দিদের কাউকে ছাড়া হয়নি৷ এমনকী, তিন বছরের বেশি সময় ডিটেনশন ক্যাম্পে থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে বেরিয়ে আসার সুযোগ থাকলেও অনেকে জামিন জোগাড় করতে না পারায় জেলেই আটকে রয়েছেন৷ তাদের ক্ষেত্রে শর্ত শিথিলের দাবি উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব৷