Barak UpdatesHappeningsSportsBreaking News
ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের বর্ষসেরা ক্রিকেটার সুকান্ত, প্রতিশ্রুতিবান পরীক্ষিত
ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বর : কয়েক বছর আগের কথা। কয়জন প্রাক্তন ক্রিকেটার মিলে গঠন করেছিলেন শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাব। আত্মপ্রকাশের পর এক এক করে কেটে গেল কয়েক বছর। এই কয় বছরে তারা শতাধিক প্রাক্তন ক্রিকেটারকে সম্মানিত করেছে। শনিবার সম্মানিত করল বছরের দুই সেরা ক্রিকেটারকে । একই সঙ্গে সম্মানিত করা হলো আটজন ক্রীড়া সাংবাদিক, আটজন ফুটবল রেফারি, তিন সক্ষম ক্রিকেটার ও গত মরশুমে রাজ্য দলে খেলা তিন ক্রিকেটারকে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার চার কর্মীকে দেওয়া হল উপহার।
আত্মপ্রকাশের পর থেকে তাদের পাশে রয়েছেন আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। প্রত্যেক বছর তিনি ক্লাবকে ৫০ হাজার টাকা করে দিয়ে যাচ্ছেন। এ বছরের টাকা শনিবার কর্মকর্তাদের হাতে তুলে দিলেন । তাঁর এই মনোভাবের জন্য শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাব কৃতজ্ঞতা প্রকাশ করে ।
এবার প্রতিশ্রুতিবান খেলোয়াড় হলেন পরীক্ষিত বনিক। সেরা ক্রিকেটার সুকান্ত দে।
সংবর্ধনা প্রাপ্ত আট ফুটবল রেফারি হলেন নির্মল ভট্টাচার্য , শৈলেন্দ্রচন্দ্র দাস ,আব্দুল মজিদ চৌধুরী, নির্মল সিং, শামিম আহমেদ বড়ভূঁইয়া, শঙ্কর ভট্টাচার্য , তপন দাস এবং কমরুল জামান লস্কর।
সম্মান প্রাপ্ত আট ক্রীড়া সাংবাদিক হলেন সঞ্জয় রায়, তপজ্যোতি দাস, কিংকর দাস, বিশ্বনাথ হাজাম, অনির্বাণ রায়চৌধুরী, ইকবাল বাহার লস্কর, পীযূষ নাথ এবং অভিষেক ভট্টাচার্য । বিশেষভাবে সক্ষম তিন ক্রিকেটার হলেন কৌস্তভ চক্রবর্তী , মনোজিৎ দাস ও বিশাল কাহার। গত মরশুমে রাজ্য দলে খেলা প্রীতম দাস, অভিষেক ঠাকুরি এবং রাহুল সিংকে বিশেষভাবে সম্মানিত করা হয়।
ডি এস এ-র কর্মী বিপ্লব মুখার্জি, বিভূতিভূষণ পাল, প্রশান্ত শীল ও মঙ্গলসেনা সিনহাকে উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়।
শনিবার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি গৌতম রায়। এছাড়াও উপস্থিত ছিলেন শিলচর ডিএসএ-র সভাপতি বাবুল হোড় , শিলচর ফুটবল অ্যাকাডেমির সভাপতি শিবব্রত দত্ত, শিশুরোগ বিশেষজ্ঞ প্রিয়াঙ্কা দেব, ডিএসএ-র কোষাধ্যক্ষ অনিমেষ সেনগুপ্ত প্রমুখ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আয়োজক সংস্থার সভাপতি বিজেন্দ্রপ্রসাদ সিং।