Barak UpdatesHappeningsBreaking News

শুক্রবার থেকে সিভিল হাসপাতালের কোভিড টিকা কেন্দ্র দুর্গাশঙ্কর পাঠশালায়
Covid vaccination centre of Silchar Civil Hospital to be shifted at Durga Shankar Patshala from 30 April

ওয়েটুবরাক, ২৯ এপ্রিল: এস এম দেব সিভিল হাসপাতাল কোভিড টিকাকেন্দ্রটি অম্বিকাপট্টির দুর্গাশঙ্কর পাঠশালায় স্থানান্তরিত করা হয়েছে এবং শুক্রবার থেকে এটি সেখানে চলতে থাকবে।

অতিরিক্ত চিফ মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার ডা. পি কে রায় জানিয়েছেন, সেখানে সুষ্ঠুভাবে টিকা দেওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শিলচরের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘পূবালি’।

ডাঃ রায় আরও বলেন, দুই জন কো-উন ভেরিফায়ারকে স্বাস্থ্য বিভাগ থেকে নিয়োগ করা হবে এবং এই টিকা কার্যক্রম পরিসংখ্যান তদন্তকারী (ইউআইপি) নীলাঞ্জন গুপ্ত এবং উপ-জেলা সম্প্রসারণ তথা কাছাড়ের মিডিয়া অফিসার বাপ্পা দেব সেখানে তদারকি করবেন।

April 27: Covid vaccination center of S.M Dev Civil Hospital Silchar has been shifted to Durga Shankar Patshala , Ambicapatty and it will continue to operate from there from Friday onwards. Issuing a letter to this effect on Wednesday, Additional Chief Medical and Health Officer, Family welfare, Cachar, Silchar Dr P.K Roy stated that as per directive received from the Deputy Commissioner Cachar Keerthi Jalli the Covid vaccination center of SM Dev Civil Hospital Silchar has been shifted to Durga Shankar Patshala Ambicapatty with the existing resources.

It was also informed that “Poobalee” a renowned socio-cultural organisation of Silchar has also come forward with their assistance for the noble cause. Dr Roy further stated that two Cowin verifier will also be deputed from the health department and the vaccination programme will be monitored and supervised by Statistical Investigator (UIP) Nilanjan Gupta and Deputy District Extension and Media officer, Cachar, Bappa Deb.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker