Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে জাতীয় শিশুকন্যা দিবস পালিত
ওয়েটুবরাক, ২৪ জানুয়ারি: হাইলাকান্দিতেও মঙ্গলবার জাতীয় শিশু কন্যা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাইলাকান্দিতে নানা কার্যসূচির আয়োজন করা হয়। শহরের জি এন এম নার্সিং অডিটোরিয়াম হলে ভ্রুণহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার উপর আলোকপাত করে বিভিন্ন বক্তা বক্তব্য পেশ করেন। বক্তাদের মধ্যে ছিলেন এডিসি দীপমালা গোয়ালা, স্বাস্থ্য দফতরের যুগ্ম সঞ্চালক মোহাম্মদ আসাদুল্লাহ, ড. কে টি এস রঙমাই প্রমুখ। এর আগে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এডিসি দীপমালা গোয়াল পতাকা নেড়ে এই শুভ যাত্রার সূচনা করেন। এই উপলক্ষে ছাত্র-ছাত্রীদের এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে হাইলাকান্দি পাবলিক ইস্কুলের মাহমুদা খানম প্রথম, রহিমা বেগম লস্কর দ্বিতীয় ও তামান্না ফেরদৌস লস্কর তৃতীয় স্থান দখল করে। এছাড়া একটি আর্ট প্রতিযোগিতারও আয়োজন করা হয়।