Barak UpdatesHappeningsBreaking News
মাধ্যমিক পাশ করেও যারা ভর্তি হতে পারেনি, তাদের পাশে সোসাইটি
ওয়েটুবরাক, ১৩ সেপ্টেম্বরঃ মাধ্যমিক পাশ করেও যারা উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারেনি, তাদের ভর্তির ব্যাপারে এগিয়ে এলো সেন্ট্রাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি। আজ সোমবার এনজিও-টির বিশেষ সাধারণ সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ দিন মূলত শিক্ষার বিভিন্ন দিক নিয়েই সদস্যদের মধ্যে আলোচনা হয়। বিশেষ করে, অতিমারির দরুন ছাত্রছাত্রীদের পড়াশোনার যে বিরাট ক্ষতি হয়েছে, এ নিয়ে সবাই উদ্বেগ প্রকাশ করেন। শেষে সিদ্ধান্ত হয়, উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তির সুযোগ না-পাওয়া ছাত্রদের পড়ানোর ব্যবস্থা করতে হবে।
ভর্তির সুযোগ না পেলে অনেকেই পড়া ছেড়ে দিতে পারে। তাই তাদের ভর্তির ব্যবস্থা করতে হবে। এ ছাড়া, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপ এবং বাইরের ছাত্রছাত্রীদের হোস্টেলের ব্যবস্থা করার ব্যাপারেও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। উপস্থিত সব সদস্য এ সব ব্যাপারে সায় জানান। প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে 9613169994, 8638142488স 7399848888 নম্বরে।