India & World UpdatesHappeningsBreaking News
দিল্লিতে করোনা বাড়ছে, সতর্ক মোদিCovid cases surge in Delhi, PM asks to be cautious
ওয়েটুবরাক, ২২ ডিসেম্বর : নতুন করে তৈরি হওয়া করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বিকেল সাড়ে ৩ নাগাদ কেন্দ্রীয় মন্ত্রী এবং সরকারের উচ্চ পর্যায়ের অধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সতর্ক কেন্দ্রীয় সরকার। তার জেরেই এদিনের বৈঠক। গত বুধবারই দেশের করোনা পরিস্থিতির পর্যালোচনায় বৈঠক করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
রাজধানী দিল্লিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত বুধবার রাজধানীতে নতুন করে ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। দিল্লির স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, এক জনের মৃত্যুও হয়েছে। তবে সংক্রমণের হার এখনও পর্যন্ত ০.১৮ শতাংশ। এই মূহুর্তে রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ২৭ জন। তাঁদের মধ্যে ১৯ জন বাড়িতে এবং ৩ জন হাসপাতালে রয়েছেন। নয়াদিল্লিতে এই মুহূর্তে কনটেইমেন্ট জোন রয়েছে তিনটি।