India & World UpdatesHappeningsCulture

করোনায় প্রয়াত সুরকার শ্রবণ রাঠোর
Covid-19 snatches away Nadeem-Shravan fame Shravan Rathod

ওয়েটুবরাক, ২২  এপ্রিলঃ বলিউডের বিখ্যাত সুরকার জুটি নাদিম-শ্রবণ ভেঙে পড়ল। শ্রবণ রাঠোরকে কেড়ে নিল কোভিড। বয়স হয়েছিল ৬৬ বছর। রেখে গিয়েছেন স্ত্রী-পুত্র সহ অসংখ্য গুণমুগ্ধদের। তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখ করতে হয় নাদিম আখতার সইফির কথা। ‘আশিকী’, ‘সাজন’, ‘সিরফ তুম’, ‘সড়ক’, ‘দিলওয়ালে’র মতো অজস্র হিট ছবিতে নাদিম-শ্রবণ জুটি বেঁধে সুর দিয়েছেন।

Rananuj

চারদিন আগে বর্ষীয়ান সংগীত পরিচালককে ভর্তি করা হয়েছিল মাহিমের এসএল রাহিজা হাসপাতালে। ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি। কিছুদিন আগেই শ্রবণের ঘনিষ্ঠ বন্ধু গীতিকার সমীর জানিয়েছিলেন, ডায়াবেটিসের রোগী শ্রবণ করোনা সংক্রমিত হওয়ার জেরে তাঁর ফুসফুস প্রায় বিকল হয়ে পড়েছে। হৃদযন্ত্রেও সমস্যা দেখা গিয়েছে। আজ রাত সাড়ে নয়টায় ডাক্তাররা জানিয়েছেন, আমাদের সব প্রয়াস ব্যর্থ। শ্রবণ রাঠোর আর নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker