Barak UpdatesHappeningsBreaking News
করোনায় কাছাড়ে প্রাণ হারালেন আরও একজনCovid-19 snatches away another life in Silchar
২৪ ডিসেম্বরঃ কাছাড়ে করোনায় আক্রান্তের সংখ্যা কমছে। বিভাগীয় দাবি, ভাইরাসকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সাধারণ মানুষ স্বস্তিবোধ করছেন, বিপদের দিন কেটে গিয়েছে। কিন্তু পরপর দুদিন কাছাড় জেলার দুইজনের মৃত্যু নতুন করে ভাবিয়ে তুলেছে। মধুরবন্দের ইশতিয়াক মজুমদার ও তারাপুরের সর্দার সতনাম সিংয়ের শারীরিক অবস্থার এত অবনতি ঘটেছিল যে, বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হয়। ৩২ বছরের ইশতিয়াককে বুধবার গ্রিন হিলস নার্সিং হোম থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতায় নিয়েও বাঁচানো যায়নি। ৭৩ বছরের সতনাম সিংকেও শিলচর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বাইরে নিয়ে যেতে পরামর্শ দিয়েছিলেন। পরিবারের পক্ষ থেকে এর প্রস্তুতিও চলছিল। এরই মধ্যে বৃহস্পতিবার ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূ্ত্রে জানা গিয়েছে, তিনি আগে থেকেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। গত রবিবার বিকালে আচমকা তারাপুরের বাড়িতে বাথরুমে পড়ে যান। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় গ্রিন হিলস নার্সিং হোমে। চিকিৎসা শুরুর আগে প্রথামাফিক রেপিড অ্যান্টিজেন টেস্ট করলে ধরা পড়ে, তিনি কোভিডে আক্রান্ত। পরিবারের সদস্যরা তাঁকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে ভর্তি করান। সেখানকার আইসিইউতে সতনাম সিংয়ের চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। রেখে গিয়েছেন স্ত্রী, এক পুত্র, এক কন্যা, জামাতা সহ অসংখ্য আত্মীয়-পরিজন ও শুভানুধ্যায়ীদের।
সর্দার সতনম সিং একসময় শিলচর গুরুদোয়ারা সাহিবের সম্পাদক ছিলেন। মৃত্যুকাল পর্যন্ত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তাঁর মৃত্যুতে গোটা শিখ সঙ্গত এবং এই অঞ্চলের প্রতিটি শিখ পরিবার শোকাহত। শুক্রবার কোভিড প্রটোকল মেনে তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হবে।