NE UpdatesHappeningsBreaking News
মিজোরামে এ বছর আর স্কুল খুলবে না
Covid-19: Schools to remain closed in Mizoram till January 15

28 নভেম্বরঃ করোনা সংক্রমণের আশঙ্কায় এই বছর আর স্কুল না খোলারই সিদ্ধান্ত নিল মিজোরাম সরকার। ছাত্রছাত্রী, অভিভাবকদের স্পষ্ট করে সরকার জানিয়েছে, পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি উপযুক্ত মনে হলে পনেরো জানুয়ারি থেকে ক্লাশ চালু হতে পারে।
মিজোরামে করোনার সংক্রমণ অন্যান্য রাজ্যের তুলনায় একেবারেই কম। তবু তারা কোনও রকম ঝুঁকি নিতে নারাজ। বিভিন্ন মহল থেকে একে অবশ্য স্বাগত জানানো হয়েছে।