India & World UpdatesHappeningsBreaking News
টোল গেট থেকে কর সংগ্রহ বন্ধ, নির্দেশ মন্ত্রীরCOVID-19: No toll tax to be collected from the gates
২৬ মার্চ : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গৃহীত পদক্ষেপের অঙ্গ হিসেবে সারা দেশে টোল গেট-এর মাধ্যমে কর সংগ্রহ বন্ধ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গাড়কারি। অনির্দিষ্টকালের জন্য এই কর সংগ্রহ বন্ধ করা হয়েছে। মন্ত্রী বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও টোল গেট থেকে কর সংগ্রহ করা যাবে না।
নিজের টুইটারে এই নির্দেশ জারি করে কেন্দ্রীয় মন্ত্রী গাড়কারি বলেছেন, দেশের বর্তমান জরুরীকালীন সেবার প্রতি লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাছাড়া লকডাউনের ফলে ইতিমধ্যেই দেশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। শুধুমাত্র জরুরিকালীন পরিষেবা ও খাদ্যসামগ্রী সরবরাহের সঙ্গে জড়িত যানবাহনগুলোকেই চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, করোনা ভাইরাস দেশে সংহার রূপ ধারণ করার প্রেক্ষিতে কেন্দ্র সরকার এ ধরনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।