৮ জুন: ক্যাম্পাসের পড়ুয়াদের জন্য নতুন ফরমান জারি করল দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। হোস্টেলের সব ছাত্রছাত্রীকে নিজের বাড়িঘরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট করোনা আক্রান্ত হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিন (স্টুডেন্ট প্রফেসর) সুধীর প্রতাপ সিং এক বিজ্ঞপ্তিতে বলেন, করোনা সতর্কতায় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকা শুরু থেকেই মেনে চলছে জেএনইউ। বর্তমানে ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় ১৫ আগস্টের আগে শিক্ষা-প্রতিষ্ঠান পুনরায় চালুর প্রশ্ন নেই। তার ওপর ফার্মাসিস্টের সংক্রমণ। সবকিছু বিচার-বিবেচনা করে বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসের পড়ুয়াদের ঘরে যেতে বলা হয়েছে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।