India & World UpdatesHappeningsBreaking News
রোগী বাড়বে, রাজ্যগুলিকে করোনা হাসপাতাল বাড়াতে বলল কেন্দ্রCOVID-19 cases to rise, centre ask states to increase corona hospitals
২৯ মে : যে সব জায়গায় করোনা সংক্রমণের তীব্রতা দেখা যাচ্ছে, সেখানকার কন্টেনমেন্ট এলাকায় কড়াকড়ি বজায় রাখতে রাজ্যগুলিকে বললেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। তিনি জানান, করোনা নিয়ন্ত্রণে রাখতে কন্টেনমেন্ট এলাকায় যেন ঢিলেঢালা ভাব দেখানো না-হয়। ভিডিও বৈঠকে ক্যাবিনেট সচিব প্রত্যেক রাজ্যকে করোনা-হাসপাতালের সংখ্যা, করোনা-শয্যার সংখ্যা বাড়াতে নির্দেশ দিয়েছেন। তিনি জানান, আগামী দিনে করোনা রোগীর সংখ্যা আরও বাড়বে। হাসপাতাল, প্রশিক্ষিত চিকিৎসক এবং নার্সদের তৈরি রাখতে হবে। নজর দিতে হবে ভেন্টিলেশন, অক্সিজেন সরবরাহেও। ক্যাবিনেট সচিবের মতে, পরিযায়ী শ্রমিকদের ফিরে আসা এবং লকডাউন শিথিল হওয়ার ফলে রোগীর সংখ্যা বাড়তে বাধ্য। ফলে পরিকাঠামো তৈরি না-রাখতে পারলে সমস্যা বেড়ে যাবে।
রাজীববাবু জানান, দীর্ঘদিন বাইরে আটকে থাকার ফলে পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরতে চাইছেন। দেশের সর্বোচ্চ আদালতও এ নিয়ে নির্দেশ দিয়েছে। এখন রাজ্যগুলির দায়িত্ব, শ্রমিকেরা ফিরলে স্বাস্থ্যপরীক্ষা করে বাড়িতে রাখার ব্যবস্থা করা। তাঁর কথায়, পরিযায়ী শ্রমিকেরা ফেরার সঙ্গে সঙ্গে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়ে যাবে। তাই বলে শ্রমিকদের বাড়িতে ফেরানোর প্রক্রিয়া থেকে সরকার সরে আসতে পারে না। রাজ্যগুলিকে আরও বেশি করে কোভিড প্রোটোকল মেনে স্বাস্থ্য পরিকাঠামোর পর্যালোচনা করতে হবে।