Barak UpdatesHappeningsBreaking News

পছন্দ জানতে চাইলে লক্ষীপুরেরই টিকিট চাইবেন রাজদীপ

১২ অক্টোবরঃ তাঁর বিজেপিতে যাওয়া শুধু সময়ের অপেক্ষা৷ নিজেই স্বীকার করলেন লক্ষীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা৷ বললেন, শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক রকমের কথাবার্তা হয়েই গিয়েছে৷ তবে নতুন দলে যোগ দিয়েই তাঁকে জেলা সভাপতির সঙ্গে সংঘাতে দ্বন্দ্বে জড়াতে হবে৷ কারণ বিজেপির কৌশিক রাই লক্ষীপুর আসনে দলীয় টিকিটের দাবিদার৷ বাইরের মানুষ বলে যাতে কেউ প্রশ্ন না তোলে, সে জন্য লক্ষীপুরে বাড়ি তৈরি করছেন  কৌশিকবাবু৷ সবই জানেন রাজদীপ গোয়ালা৷ তবু দ্বন্দ্বের সম্ভাবনা উড়িয়ে দেন৷ বলেন, নিঃশর্তভাবেই বিজেপিতে যোগ দিচ্ছি৷ দলে ঢুকতে গিয়েই শর্ত চাপানোর পক্ষপাতী নই৷ এর পরও দল যে দায়িত্ব যে দেবে, তাই মাথা পেতে নেব৷

যদি লক্ষীপুরে কৌশিকবাবুকে টিকিট দিয়ে উধারবন্দে তাঁকে দাঁড় করায়, তাতেও আপত্তি নেই বলেন দীনেশতনয়৷ সঙ্গে যোগ করেন, তবে পছন্দের কথা জিজ্ঞাসা করলে অবশ্যই লক্ষীপুর আমার প্রথম পছন্দ৷ কারণ লক্ষীপুরের জনতা আমার বাবা ও আমাকে যা দিয়েছেন, কোনও কিছুর সঙ্গে এর তুলনা চলে না৷ কংগ্রেস থেকে বহিষ্কারের কথা শুনে হাজার হাজার মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন, সভা করেন, মিছিলে হাঁটেন৷ তাঁরা জানিয়েছেন, আমি বিজেপিতে যোগ দিলে তাঁরাও কংগ্রেস ছেড়ে গেরুয়াশিবিরে নাম লেখাবেন৷

তাঁর কথায়, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সংঘাত বাঁধে বরাক উপত্যকার স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যুতে৷ বিশেষ করে, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বরাক উপত্যকায় যখন সমর্থনের সিদ্ধান্ত হয়, প্রদেশ কংগ্রেস বা সর্বভারতীয় কংগ্রেস তাতে গুরুত্বই দেয়নি৷ নিজেরা বিরোধিতা করল৷ দ্বিতীয়ত, ইউডিএফের সঙ্গে মিত্রতা নিয়ে তিনি চরম বিরোধী ছিলেন৷ কিন্তু ওই পথেই এগোচ্ছে৷ আসলে রাজ্যসভা ভোট থেকে তাদের মিত্রজোট হয়েই গিয়েছে৷ তাই দলের সঙ্গে তিনি দূরত্ব বাড়িয়ে চলছিলেন৷ প্রদেশ সভাপতির শোকজেরও জবাব দেননি৷

এ ছাড়া, কেন্দ্র-রাজ্যে উন্নয়মমূলক কাজকর্ম দেখে তিনি বিজেপির প্রতি আগে থেকেই আকর্ষণবোধ করছিলেন৷ রাজদীপের দাবি, সর্বানন্দ সোনোয়াল সরকার চা বাগান জনগোষ্ঠীর জন্য যে সব কাজ করছে, তা প্রশংসনীয়৷ চা শ্রমিকদের নগদ টাকা, বাগান এলাকায় হাই স্কুল ইত্যাদির উল্লেখ করেন তিনি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker