Barak UpdatesHappeningsBreaking News

করোনায় আমাকে পাশে পায়নি মানুষ? জবাব মিলবে ভোটের বাক্সে, বললেন দিলীপ পাল

ওয়েটুবরাক, ৩০ মার্চ :বিজেপি হেলিকপ্টার দেখে ভয় পেয়ে গিয়েছে, গতকাল সোমবার হিমন্ত বিশ্ব শর্মার ভাষণে তা স্পষ্ট হয়ে গিয়েছে৷ আজ নির্বাচনী প্রচারের শেষপ্রান্তে এই মন্তব্য করেন নির্দল প্রার্থী দিলীপকুমার পাল৷ তিনি বলেন, “হিমন্তবাবু নিজের প্রার্থীর গুণগান বা নিজের দলের কথা যতটা না বললেন, এর চেয়ে বেশি বললেন আমাকে নিয়ে৷ আমার জয় নিয়ে এর পর আর কোনও প্রশ্নের সুযোগ নেই৷” দিলীপবাবু জানান, তাঁর লড়াই হবে তমালকান্তি বণিকের সঙ্গে৷ দীপায়ণ চক্রবর্তী থাকবেন তিন নম্বরে৷

দিলীপবাবুর আশঙ্কা, হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসে ফিরতে চলেছেন৷ তিনি মেধাবী, বুদ্ধিমান নেতা৷ নইলে এক দল ছেড়ে অন্য দলে এসে এমন ছড়ি ঘোরাতে পারতেন না৷ এ বার বিভিন্ন আসনে ‘কলাগাছ’ দাঁড় করানো থেকে তাঁর অনুমান, হিমন্তের দলবদলের সম্ভাবনা এখনও রয়ে গিয়েছে৷

করোনার সময় তাঁকে পাওয়া যায়নি বলে হিমন্তের অভিযোগে তিনি বলেন, করোনা পর্বে জেলা প্রশাসন যখন দাহকার্যের জায়গা পাচ্ছিল না, তখন তিনিই এগিয়ে গিয়েছিলেন৷ শিলচর মহাশ্মশানে মোট ৩৮জন করোনা-মৃতের অন্ত্যেষ্টিতে তিনি নিজে উপস্থিত থাকেন৷ তাঁর কথায়, করোনা সঙ্কটে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম কিনা, এর জবাব ১ এপ্রিল ভোটাররা দেবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker